শেখ খায়রুল ইসলাম পাইকগাছা খুলনা প্রতিনিধি:-অবশেষে খুলনা-৬ (পাইকগাছা-কয়রার)এমপি মোঃ রশীদুজ্জামানের নির্দেশে দুয়ার খুললো পাইকগাছা উপজেলার কপিলমুনি পাবলিক লাইব্রেরীর। বুধবার (২২ মে) সকাল ১০টায় অধ্যক্ষ মোঃ শিমুল বিল্লাহ বাপ্পী পাবলিক লাইব্রেরীর তালা খুলে দেন। তিনি বলেন,খুলনা-৬ (পাইকগাছা-কয়রার) গনমানুষের অকৃত্রিম বন্ধু জননেতা মোঃ রশীদুজ্জামান (পাইকগাছা- কয়রা) উপজেলার সকল বন্ধ লাইব্রেরী পুনরায় পাঠচক্রের পরিবেশ ফিরিয়ে আনতে নানা উদ্যোগ গ্রহণ করেছেন।সেই সুবাদে আজ তালাবদ্ধ কপিলমুনি পাবলিক লাইব্রেরীটি উন্মক্ত করা হল।খুব স্বল্প সময়ের মধ্যে এর সংস্কার কাজ শেষ করে পাঠক পরিবেশ ফিরিয়ে আনা হবে।নানা প্রতিকূলতা ও প্রতিবন্ধকতায় দীর্ঘদিন বন্ধ ছিল এ লাইব্রেরীটি।পিছনের দিকে না তাকিয়ে লাইব্রেরীটির উন্নয়ন করতে চাই।ফেরাতে চাই পূর্বের পরিবেশ।এজন্য এমপি মহাদয়ের নির্দেশে যা যা করা দরকার সেটা করা হবে।কপিলমুনি লাইব্রেরীটি হবে দক্ষিণ জনপদের মানুষের কাছে পাঠক নন্দিত।এসময় উপস্থিত ছিলেন, কপিলমুনি প্রেসক্লাবের সভাপতি জি এম হেদায়েত আলী টুকু,সাধারণ সম্পাদক মিলন কুমার দাশ, কোষাধক্ষ্য জি এম মোস্তাক আহমেদ, কপিলমুনি বণিক সমিতির আহবায়ক কমিটির সদস্য সচিব এম মাহমুদ আসলাম, আলহাজ্ব শেখ রফিকুল ইসলাম,স্বপন সাহা,কপিলমুনি ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভানেত্রী নাছিমা আসলাম,শহীদুল্লাহ মোড়ল,তৈয়বুর হুসাইন রকি,আনিছুর রহমান,আব্দুল হাকিম,প্রদীপ অধিকারী,শফিউল্লাহ ও আফসার উদ্দীন গাজী প্রমুখ।