স্টাফ রিপোর্টার:
আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আ.লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে ২২মে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আ.লীগের সভাপতি আ: রাজ্জাক মিলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফয়সাল খান জনির সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন পৌর আ.লীগের সভাপতি আজিজার রহমান পাইকার, উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী, জেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক বকুল মিয়া, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি হযরত আলী, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক শাহরিয়ার সৌরভ প্রমুখ। এ সময় উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান মিজান, আ.লীগ নেতা রায়হান কবির, আছমা বেগম, হারুন, নিলু, জাহাঙ্গীর আলম, নুরুল ইসলাম উজ্জ্বল,লুৎফর রহমান লিটন, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শরীফ, সাংগঠনিক সম্পাদক আবু জাহিদ পায়েল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক কৌশিক আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক রিপন মিয়া, যুবলীগ নেতা জাফরু পাইকার, পলান রায়, সুলতান মাহমুদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাব্বিরসহ আরো অনেকে।