মোঃ আফতাবুল আলম
রাজশাহী জেলা প্রতিনিধি
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে। র্যাব-৫, সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্প রাজশাহীর একটি অপারেশন দল ২৩ মে ২০২৪ তারিখ ০০১৩ ঘটিকায় রাজশাহী জেলার চারঘাট থানাধীন রাওথা (ঘোষপাড়া) নামক এলাকায় অপারেশন পরিচালনা করে ১। মোঃ রফিকুল ইসলাম (৪২), পিতা- মৃত মজিবুর রহমান, সাং- কাজলা (চার রাস্তার মোড়), থানা- মতিহার, রাজশাহী মহানগর‘কে গ্রেফতার করে এবং ওয়ান শুটারগান – ০২ টি, ফেন্সিডিল-১০২ বোতল, মোবাইল – ০১ টি, সীম কার্ড – ০২ টি উদ্ধার করে। ধৃত আসামী একজন এলাকার চিহ্নিত মাদক ও অস্ত্র ব্যবসায়ী। সে পেশায় একজন রিকশা চালক। সে রিকশায় যাত্রী পরিবহণের পাশা-পাশি দীর্ঘদিন যাবত আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র, অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল, ইয়াবাসহ বিভিন্ন মাদক সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে নদী পার করে রাজশাহীর বিভিন্ন মাদক ও অস্ত্র ব্যবসায়ীর নিকট বিক্রয় করে আসছিল। তাছাড়া ধৃত আসামী নিজেও দীর্ঘদিন যাবত হেরোইন ও ইয়াবা সেবন করত।
উপরোক্ত ঘটনায় উদ্ধারকৃত ওয়ানশুটারগান এবং ফেন্সিডিলসমূহ রাজশাহী জেলার চারঘাট থানায় মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।