ঠাকুরগাঁও হতে মশিউর রহমান :
গত ২৩/০৫/২০২৪ খ্রি. ঠাকুরগাঁও জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব উত্তম প্রসাদ পাঠক, পিপিএম-সেবা মহোদয়ের সার্বিক দিক-নিদের্শনায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ঠাকুরগাঁও সদর থানাধীন ১১ নং মোহাম্মদপুর ইউনিয়নের অন্তর্গত কাকডোবা ডিপপাড়া গ্রামস্থ জনৈক দুলাল এর বাড়ির সামনে কাচা রাস্তার উপর থেকে ১৯ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ আসামি মোঃ হিরা ইসলাম (৩৩), পিতা- মোঃ বিক্রম আলী, সাং- মাদারগঞ্জ ফকিরপাড়া, থানা ও জেলা- ঠাকুরগাঁওকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
অপরাধ দমন ও শান্তি শৃঙ্খলা রক্ষা এবং মাদক নির্মূলে ঠাকুরগাঁও জেলা পুলিশ সদা তৎপর।