আব্দুল মজিদ (স্টাফ রিপোর্টার )কাজিপুরে চালিতাডাঙ্গায় উপ-স্বাস্থ্য কেন্দ্রে অগ্নিসংযোগ, স্বাস্থ্য কর্মকর্তাকে হত্যার উদ্দেশ্যে মারধর ও এসিড নিক্ষেপ ঘটনায় দায়েরকৃত মামলার ১ নং আসামি রুহুল আমিন বাবলুকে গ্ৰেফতার করেছে কাজিপুর থানা পুলিশ। গত ২১ মে ২০২৪ ইং তারিখের এ ঘটনায় ২২ মে তারিখে মামলা থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী উপ-সহকারী স্বাস্থ্য কর্মকর্তা মনিরুজ্জামান।
কাজিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, গত ২২ মে ভুক্তভোগী উপ-সহকারী স্বাস্থ্য কর্মকর্তা মনিরুজ্জামান (৩৮) বাদী হয়ে ১০ জন নামীয় এবং অজ্ঞাত উল্লেখ করে অভিযোগ করেন,
অভিযোগের ভিত্তিতে চরাঞ্চলে অভিযান চালিয়ে প্রধান আসামি চরডিগ্ৰি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বাদীর আপন বড়ভাই রুহুল আমিন বাবলুকে গ্ৰেফতার করা হয়। তার বিরুদ্ধে সরকারি প্রতিষ্ঠানে হামলা, অগ্নিসংযোগ, প্রাণহানির উদ্দেশ্যে মারধর, টাকা ছিনতাই এবং এসিড নিক্ষেপের অভিযোগে বাংলাদেশ দন্ড বিধি এবং এসিড নিক্ষেপ আইনে মামলা রুজু হয়েছে, অন্যান্য আসামি ধরতে অভিযান অব্যাহত রয়েছে। ঘটনাস্থল পরিদর্শন শেষে আহতের খোঁজ নিতে হাসপাতাল পরিদর্শন করেছেন এএসপি সার্কেল।
এর আগে গত ২১ মে মধ্যরাতে উপজেলার চালিতাডাঙ্গা উপ-স্বাস্থ্য কেন্দ্রে অগ্নিসংযোগ, উপ-সহকারী স্বাস্থ্য কর্মকর্তা মনিরুজ্জামানের উপর মারধর, ছিনতাই ও এসিড নিক্ষেপ করে প্রতিপক্ষ। এ সময় আগুনে পুড়ে ছাই হয় ৪ লক্ষাধিক টাকার ঔষধ। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতকে হাসপাতালে পৌঁছে দেয়। জানা যায়, বাদি মনিরুজ্জামান এবং বিবাদি রুহুল আমিন বাবলু আপন ভাই, তারা উপজেলার নিশ্চিন্তপুর ইউনিয়নের ডিগ্ৰি দোরতা গ্ৰামের বাসিন্দা, তাদের পিতা মৃত আজম আলী শেখ, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক সম্পত্তি ভাগবাটোয়ারা সংক্রান্ত দ্বন্দ্ব চলে আসছিলো।