মোস্তাকিম রহমান,
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গোবিন্দগঞ্জ – দিনাজপুর ভায়া আন্ঞ্চলিক মহাসড়কে র্যাব-১৩ এর অভিযানে পিকআপ থেকে ২ হাজার ৬০ পিস নেশা জাতীয় ইনজেকশনসহ মনোয়ার হোসেন (২৭) নামের এক পিকআপ চালককে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (২৩ মে) রাতে র্যাব-১৩ উপ-পরিচালক (মিডিয়া)মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্যটি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত মনোয়ার হোসেন নামের যুবক সে দিনাজপুর জেলার হাকিমপুর পৌর শহরের রহমান মিয়ার ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোবিন্দগঞ্জ-দিনাজপুর ভায়া ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে গোবিন্দগঞ্জ পৌর শহরের চার মাথায় নুর ফার্নিচার এন্ড সোফা হাউসের সামনে র্যাব-১৩ একটি অভিযানিক দল চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। ওই সময় সন্দেহজনক একটি পিকআপ গাড়ি আসতে দেখে দাঁড়ানোর জন্য সংকেত দেয়া হয়। কিন্তু পিকআপটি না থামিয়ে দ্রুত পালানোর চেষ্টা করলে সেটি আটক করে তল্লাশিকালে পিকআপ গাড়ির ড্রাইভিং সীটের বাম পার্শ্বে হেলপার সীটের উপর শপিং ব্যাগের মধ্যে খাকি কসটেপ দ্বারা বিশেষভাবে মোড়ানো কাপড়ের ব্যাগে সাজিয়ে রাখা মোট ৩৫টি পাতায় মাদকদ্রব্য ২ হাজার ৬০ পিস নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।
র্যাব-১৩ এর উপ-পরিচালক (মিডিয়া)
মাহমুদ বশির জানান,
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামি সে দীর্ঘদিন ধরে এভাবে হিলি থেকে নেশাজাতীয় দ্রব্য এনে দেশের বিভিন্ন জেলায় পাচার করার কথা স্বীকার করছে । মাদক চোরাচালানির কাজে ব্যবহৃত পিকআপ গাড়িটি জব্দ করা সহ আসামীর বিরুদ্ধে। গোবিন্দগঞ্জ থানায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে ।