মিজানুর রহমান,জেলা প্রতিনিধিঃ-
আনন্দঘন পরিবেশ ও ব্যাপক উৎসাহের মধ্য দিয়ে শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাবের আয়োজনে গ্রীষ্মকালীন দেশীয় ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(২৪ মে) সন্ধায় কিচক বন্দরে ফল উৎসব পালন করা হয়। বাহারি রং ও স্বাদের বিভিন্ন ধরনের গ্রীষ্মকালীন ফল দিয়ে সাজানো হয় এই আয়োজন। ফল উৎসব পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাব এর প্রতিষ্ঠাতা সভাপতি রশিদুর রহমান রানা।
এ সময় উপস্থিত ছিলেন অনলাইন প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক শফিউল আলম ডিউ,আমার সংবাদ যশোর জেলা প্রতিনিধি আব্দুর রহমান,কিচক প্রেসক্লাব এর সভাপতি আব্দুল ওয়াদুদ,এশিয়ান টিভি শিবগঞ্জ প্রতিনিধি আতাউর রহমান।
শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাব এর কোষাধ্যক্ষ আব্দুর রহিম এর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন কিচক প্রেসক্লাব এর কাজী সিরাজুল ইসলাম,আঃ গফুর, শরিফুল ইসলাম রাকিব, অনলাইন প্রেসক্লাব এর প্রচার সম্পাদক সোহেল, কার্যনির্বাহী সদস্য আসাদুল্লাহ,মিজানুর রহমান সহ স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন গণমাধ্যকর্মীরা অংশ নেন।
উল্লেখ্য,জাতীয় পর্যায়ে ও স্থানীয় ভাবে প্রকাশিত বিভিন্ন অনলাইন পোর্টালে কর্মরত গণমাধ্যম কর্মীদের নিয়ে ২০১৫ সালে শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাব গঠিত হয়।