মোঃ মুক্তাদির হোসেন।
স্টাফ রিপোর্টার।
গাজীপুরের কালীগঞ্জ গ্র্যাজুয়েট কল্যাণ ফোরামের সদস্য সম্প্রীতি ও মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আজ
২৪/০৫/২০২৪ তারিখ শুক্রবাবার সকাল ১০:৩০ ঘটিকার সময় কালীগঞ্জ গ্র্যাজুয়েট কল্যাণ ফোরামের মহিউদ্দিন ম্যানসন -২, হল মার্কেট সংগঠনের নিজস্ব কার্যালয়ে সদস্য সম্প্রীতি ও মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মত বিনিময়ে সভা অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন দপ্তর সম্পাদক মুঃ সোহরাব আলী সরকার, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মফিজুর রহমান কবির। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি মোঃ মতিউর রহমান মতিন, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ জাকারিয়া আকন্দ, সাবেক জেলা পরিষদ সদস্য ও সংগঠনের আজীবন সদস্য তাসলিমা রহমান লাভলী, মুহম্মদ মুহসিন, আবুল কাশেম সরকার, মোঃ আরিফ হোসেন আবির, মিডিয়া ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠাকালীন সদস্য মোঃ আরিফ আমান ভূইয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইন্জিঃ রাশেদুল ইসলাম, প্রতিষ্ঠাকালীন সদস্য মুহাম্মদ ছাদেক হোসেইন, মোঃ মহসিন মাহমুদ, মোঃ বদিউল আলম ভূইয়া সাকের, মোঃ মহিউদ্দিন আকন্দ, দিলরুবা খানম, আব্দুল কাদির, মাহমুদা বেগম ঝর্না, নুসরাত জাহান নীলিমা, হাসিনা বেগম, জোস্না বেগম, মোঃ রায়হান জামান খান, দোয়া পরিচালনা করেন প্রতিষ্ঠাকালীন সদস্য মোঃ হাফিজ উল্লাহ। আরো উপস্থিত ছিলেন অনান্য সদস্য বৃন্দ।
সভাপতি তার বক্তৃতায় সংগঠনের সদস্যদের সার্বিক সহযোগিতায় বিভিন্ন কর্মসূচি সফল করার জন্য সদস্যদেরকে ধন্যবাদ ও তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যৎ কর্মসূচি ও পরিকল্পনা সদস্যদেরকে অবহিত করেন। পরিশেষে সকল সদস্যকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।