এনামুল হক স্টাফ রিপোর্টার
রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থ বছরে ৩কোটি ৯৭লাখ ৫৩হাজার ২০০টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটের ব্যয় ধরা হয়েছে ৩কোটি ৯২লক্ষ ১৯হাজার ৭৫০টাকা। উদ্ধৃত্ত ধরা হয়েছে ৫লক্ষ ৩৩হাজার। মাদক বিরোধী, ক্রীড়া অনুষ্ঠান, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থ্যা, পানি সরবরাহ, জলবদ্ধতা নিরসন, পয়নিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা, বৃক্ষ রোপণ রক্ষণাবেক্ষণ, রাস্তা-ঘাট, কালভার্ট ও ড্রেন নির্মাণে এ অর্থ ব্যয় করা হবে। গতকাল ২৫মে শনিবার রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত এ উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ছালাউদ্দিন ভুঁইয়া।
উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মশিউর রহমান তারেক, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম.এমোমেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুম চৌধুরী অপু, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোমেন মিয়া, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান ভুঁইয়া, ইউপি সচিব মোঃ হাবিবউল্লাহ মিয়া, ইউপি সদস্য আলমগীর হোসেন, আওলাদ হোসেন, মোর্শেদ আলম, জাকিয়া সুলতানা, রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভুঁইয়া, দপ্তর সম্পাদক ওসমাণ গনি রিপন ভুঁইয়া, রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আরিফ খাঁন জয়, রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন, আমজাদ হোসেন, রূপগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছসেবকলীগের সাধারণ সম্পাদক হোসেন আহম্মেদ, স্বেচ্ছাসেবকলীগ নেতা রাসেল আহম্মেদ পিস্টন, রাব্বি হাসান রাসেল, ছাত্রলীগ নেতা রাশিদুল ইসলাম, সাগর আহম্মেদ, হাবিবুর রহমান বাবু, বীর মুক্তিযোদ্ধা মোন্তাজ উদ্দিন, মারফত আলী, যুবলীগ নেতা জুলহাস, আক্তার হোসেন, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মজিবুর রহমান লিটন, সাহাপুর গ্রামের সমাজসেবক রুবেল আহম্মেদ, আওয়ামীলীগ নেতা হাজী মানিক আলী, আব্দুল আলীম সরকার, মোমেন মোল্লা, অলিউল্লাহ, সামসুল হক প্রধান।