মোঃ আল আমীন
ভোলা জেলা, প্রতিনিধি,
ঘূর্ণিঝড় রেমালের জলোচ্ছ্বাসের তলিয়ে যাচ্ছে ৫নং কলাতলী ইউনিয়নের ঘর বাড়ি রাস্তা ও গবাদিপশু । এবং কলাতলী অনেক পুকুরের লাখ লাখ টাকার মাছ, চিরে গেছে পুকুরের পাড়, এই পরিস্থিতিতে ৫নং কলাতলী ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ আলাউদ্দিন হাওলাদার সাহেব বলেন আপনারা এই ভয়াবহ পরিস্থিতিতে যে যেখানে আছেন নিকটবর্তী আশ্রয় কেন্দ্রে চলে যান। এবং ৫নং কলাতলী ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ আলাউদ্দিন হাওলাদার সাহেব, আরো বলেন আশ্রয় কেন্দ্রে আমরা আপনাদের জন্যে শুকনো খাবার বিতরণ করছি এবং আরো আপনাদের জন্যে
মজুত করে রেখেছি ।
৫নং কলাতলী ইউনিয়নের চেয়ারম্যান
জনাব
মোঃ আলাউদ্দিন হাওলাদার সাহেব বলেন,এই অবহেলিত অঞ্চলের চিত্রগুলো মনপুরা উপজেলা নিবার্হী কর্মকর্তার নিকটে দেখাবো এবং বলব আপনাদের কথা । ধন্যবাদ সবাইকে,