শফিকুল ইসলাম স্বাধীন
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের উপজেলার মধ্যে দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের চুড়ান্ত ফলাফলে বেসরকারীভাবে ভাইস চেয়ারম্যান পদে আলমগীর খোকন নির্বাচিত হয়েছেন।
তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারী ফলাফলে ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন ৩৯ হাজার ৫৮৩ ভোট পেয়ে নিার্বচিত হয়েছেন,তার নিকটতম প্রতিদ্বন্ধী তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাজী রিয়াজ উদ্দিন খন্দকার (লিটন) (মাইক প্রতিক) নিয়ে ১৬ হাজার ৮৮৪ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
উপজেলা পরিষদ নির্বাচনে আলমগীর খোকন ভাইস চেয়ারম্যান পদে বিপুল ভোটে বিজয়ী হওয়া (২৬ই মে রবিবার) দিনব্যাপী বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ভোটার ও সমর্থকদের মধ্যে শুভেচ্ছা বিনিময় করেন।
এরমধ্যে ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী সিদ্দিকুর রহমান সরকার, শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড মেম্বার শাহা-জাহান খন্দকার,২নং ওয়ার্ড সাবেক মেম্বার হাসান আলী।
৩নং বড়দল দক্ষিণ ইউনিয়ন ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন, যুবলীগের সভাপতি আমিনুল ইসলাম, আরো ছিলেন,নবাব মিয়া,ইছব আলী, সাইকু ইসলাম,৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি সহিদ মিয়া,জঙ্গলবাড়ি আইনাল হক,
এসময় উনার সাথে ছিলেন,সানজব উসতার,আখতারুজ্জামান,আব্দুল্লাহ,আমিনুল হক প্রমুখ।
যেসব এলাকায় ঘুরলেন। বড়দল,কাউকান্দিবাজার, পুরানকালাশ চকবাজার, আনন্দবাজার, লিলাবাজার, বড়ছরা জয়বাংলা বাজার, চারাগাও, কলাগাও, জঙ্গলবাড়ি, চাকমাহাটি রোডে রবাজার, লাকমা পশ্চিমপাড়া চকবাজার, লালঘাট, জঙ্গলবাড়ি পশ্চিমপাড়া,সুন্দরবন, বাগলী বাজার।
শুভেচ্ছা বিনিময়ের একপর্যায়ে ভাগলী বাজারে তাহিরপুর উপজেলা বাসির উদ্দেশ্যে আলমগীর খোকন বলেন।
ভোটের মাধ্যমে উপজেলাবাসী আমাকে যে ভালোবাসা দেখিয়েছেন, তাই উপজেলাবাসীর কাছে আমি কৃতজ্ঞ এবং উপজেলাবাসীর শাসক নই, সেবক হয়ে কাজ করে যাব ইনশা