আজ ২৮ শে মে মঙ্গলবার, সপ্তম দফা ভোটের আগে মাননীয় প্রধানমন্ত্রী কলকাতা ও জেলায় জনসভা ও ঐতিহাসিক রোড শো করলেন, রোড শো জনজোয়ারে পরিণত হয় মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে দেখার জন্য।
আজ দুপুর দুটোই বিশাল জনসভা করলেন বারুইপুর সাগর সংঘ মাঠে , এরপর বিকেল সাড়ে ছটায় শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে নেতাজীর মূর্তিতে মাল্য দানের পর রোড শো করলেন বিবেকানন্দের বাড়ী পর্যন্ত। শুধু তাই নয়, তিনি মায়ের বাড়িতেও গিয়ে মায়ের দর্শন করলেন।
উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, অর্জুন সিং, লোকসভার প্রার্থী তাপস রায় সহ অন্যান্য নেতা নেতৃবৃন্দ,
পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টির উদ্যোগে আজকের এই বিশাল মহা সমাবেশ ও ঐতিহাসিক রোড শো, স্মরণ করিয়ে দিলেন , সকল দেশবাসী মাননীয় প্রধানমন্ত্রী পাশে আছেন আরও একবার মাননীয় প্রধানমন্ত্রীকে দেখতে চান।
দুপুর দুটো থেকে কাতারে কাতারে পাঁচ মাথার মোড়ে জমায়েত হতে থাকেন বিজেপি সমর্থকরা ও সদস্যরা এবং প্রশাসনের অফিসারগণ, সারা পাঁচমাথা মোড় থেকে শুরু করে বিবেকানন্দের বাড়ি পর্যন্ত সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায় দুপুর দুটো থেকে।, প্রধানমন্ত্রীকে দেখার জন্য অপেক্ষায় থাকেন সন্ধ্যে সাতটা পর্যন্ত কখন একবার সবাই দর্শন পাবেন, এবং সারাক্ষণ উল্লাসে আত্মহারা, ঘনঘন স্লোগান নেই একটাই কথা উঠে আসে মোদী মোদী, তার সাথে সাথে একটি প্যারোডি গান বেজে ওঠে পশ্চিমবঙ্গে যে সকল ঘটনা ঘটে চলেছে, টাকা লুট থেকে চাকরি লুট, দুপুর থেকেই সাধারণ মানুষের জনজোয়ার দেখা যায় পাঁচ মাথার মোড়ে।,
মাননীয় প্রধানমন্ত্রী সভাস্থলে এসেই প্রথমে নেতাজীকে পুষ্প অর্পণ করেন, তারপর হুড তোলা গাড়িতে উঠে সারা পাঁচমাথা মোড়ে ঘুড়ে সকল অপেক্ষারত জনগণকে হাত নেড়ে শুভেচ্ছা জানান, এবং বিবেকানন্দের বাড়ির দিকে আস্তে আস্তে এগোতে থাকেন।
মাননীয় প্রধানমন্ত্রীর ঐতিহাসিক রোড শোকে কে ঘিরে, এদিকে যেমন যান চলাচল বন্ধ হয়ে যায় অন্যদিকে, প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর মেট্রো স্টেশনেও ভিড় জমতে থাকে, বাড়ি ফেরার জন্য,
আগামী পয়লা জুন ভোটে প্রমাণ করে দেবে আরও একবার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। ২০২৪ এর ভোটে কে আসবে, আজ বেশির ভাগই মানুষের হাতে ছিল মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবিসহ প্লাকার। বাড়ীর ছাদে পর্যন্ত এতোটুকু তিল ধরানোর জায়গা নেই,
রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা