হামিদুল ইসলাম
বিশেষ প্রতিনিধি
উপমহাদেশের প্রথম মুসলিম মহিলা নবাব ফয়জুন্নেছা চেীধুরানীর স্মৃতি বিজড়িত লাকসাম পশ্চিমগাঁও নবাব বাড়িতে জাদুঘরের কর্মকান্ড পরিচালনার জন্য ২৭ মে ২০২৪ ঢাকায় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
বাংলাদেশ ওয়াকফ প্রশাসনের প্রশাসক আবু সালেহ মহিউদ্দিন খাঁ ও জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো: কামরুজ্জামান সমঝোতা স্মারক স্বাক্ষর শেষে হস্তান্তর করেন।
উক্ত সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিষ্ট এম এস দোহা, সাবেক ওয়াকফ উপ প্রশাসক এআরএম খালেকুজ্জামান, কামরুজ্জামান, আবদুল কুদ্দুস, জাতীয় জাদুঘরের উপ-পরিচালক আমান উল্লাহ নুরী, উপ-পরিচালক মনিরুল হক, সহকারী ওয়াকফ প্রশাসক গোলাম সারোয়ার, মোতাহার হোসেন, জহিরুল হক তরফদার, আবুল কাশেম, জাহাংগীর আলম, সাসাদ্দের রায়হান খান ও ব্যারিষ্টার মো: সাজেদুল ইসলাম প্রমুখ।