মোঃ সালাউদ্দিন:- খাগড়াছড়িতে স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়নের অন্তর্গত সিন্দুকছড়ি জোন নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচী পরিচালনা করে আসছে।
জোনের দায়িত্বপূর্ণ এলাকার আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আর্থ সামাজিক উন্নয়ন কর্মকান্ড পরিচালনার মাধ্যমে খাগড়াছড়ি জেলা তথা দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে এই সেনা জোন।
এরই ধারাবাহিকতায় ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকায় সেনাবাহিনীর ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোন কমান্ডার লেঃ কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা পিএসসি,জি এর দিকনির্দেশনায়, ক্যাপ্টেন মোহাম্মদ মাহবুবুল বারী এর নেতৃত্বে দায়িত্ব পুর্ন এলাকায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থানে উদ্ধার, রাস্তা হতে গাছ অপসারণ ও ধ্বসে যাওয়া স্থানে মেরামত করা হয়।
হাফছড়ি ইউনিয়নের তৈকর্মাপাড়া এলাকায় রাস্তার উপর গাছ পড়ায় মঙ্গলবার (২৮মে) জালিয়াপাড়া-মহালছড়ি সড়ক ও বিদ্যুৎ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
সিন্দুকছড়ি জোনের সেনাবাহিনীর সহযোগিতা ও পরিশ্রমে রাস্তা হতে গাছ অপসারণের মাধ্যমে বিদ্যুৎ ও সড়ক যোগাযোগ সাভাবিক হয় ।
সিন্ধুকছড়ি ইউনিয়নের সিন্দুকছড়ি বাজারের ব্রীজের পাশে মাটিসহ রাস্তা ধ্বসে যাওয়া স্থনে মেরামতের কাজ করে সেনাবাহিনী।
এসময় ক্যাপ্টেন মোহাম্মদ মাহবুবুল বারী বলেন আর্তমানবতা ও আর্ত-সামাজিক উন্নয়ন এবং যে কোনো দুর্যোগ পরিস্থিতিতে সকলের জন্য সেনাবাহিনীর সহযোগিতা সবসময় অব্যাহত থাকবে।