1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
সপ্তম দফা ভোটের শুরুতেই, সকাল থেকে কলকাতা সহ বিভিন্ন জেলায় উত্তেজনা ও বিভিন্ন অভিযোগ উঠে আসছে - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৯:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে পেকুয়া উপজেলা জাসাস এর প্রতিবাদ সমাবেশ আমতলীতে জাল ওয়ারিশ সার্টিফিকেট প্রদান করায় ইউপি চেয়ারম্যান কারাগারে সফলতার শীর্ষে ওসি বাঁশখালী গোমস্তাপুরে কাঁদা পানি উপেক্ষা করে বিএনপির উদ্যোগে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ দিনাজপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩০ বোতল এবং তরল ৪ লিটার ফেনসিডিল সহ আটক-১ দশ দফা দাবী নিয়ে,ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ী ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়ন, বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন দিলেন চাকরিহারা যোগ্য শিক্ষক-শিক্ষিকারা নবান্ন অভিযান করতে গিয়ে, পুলিশের সাথে ধস্তাধস্তি ও গন্ডগোল বাঁধে দিনাজপুরে ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বাবার সংজ্ঞা পটুয়াখালীর গলাচিপায়, বজ্রপাতে দু’টি গরু নিহত

সপ্তম দফা ভোটের শুরুতেই, সকাল থেকে কলকাতা সহ বিভিন্ন জেলায় উত্তেজনা ও বিভিন্ন অভিযোগ উঠে আসছে

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১ জুন, ২০২৪
  • ৮৪ বার পড়া হয়েছে

 

আজ ১লা জুন শনিবার, আজ শেষ ও সপ্তম দফা ভোট।, আজকের ভোটকে কেন্দ্র করে সকাল থেকেই, কলকাতা সহ বিভিন্ন জেলায় বুথে বুথে গন্ডগোল, মারধরে অভিযোগ ও ছাপ্পা ভোটের অভিযোগ একে একে উঠে আসছে। এমনকি কিছু বুথে কেন্দ্রীয় বাহিনীর দেখা মেলেনি বলেও অভিযোগ উঠেছে। এমনকি বেশকিছু বুথে বিরোধী এজেন্টদের ঢুকতে দেয়া হচ্ছে না বলেও অভিযোগ,

এক….যাদবপুর বিধানসভার ১০১ নম্বর ওয়ার্ডের অভিযান ক্লাবে অবাধে ছাপ্পা ভোটের অভিযোগ।

দুই…. টালিগঞ্জ বিধানসভার ১১২ নম্বর ওয়ার্ডে অবাধ ভোট হচ্ছে, কোন কেন্দ্রীয় বাহিনীর দেখা নাই।।

তিন…. বরানগরের বেশ কিছু এলাকায় ভুয়ো ভোট কে কেন্দ্র করে উত্তেজনা, বিরোধীদলের প্রতিবাদ। লোকসভার বিরোধী বিজেপি প্রার্থী সজল ঘোষ অভিযোগ জানালেন,

চার…. সোনারপুর দক্ষিণ নবতারা হাই স্কুল ১৪৬ পার্টে এখনো ভোট বন্ধ, ভোটাররা বাড়ি চলে যাচ্ছেন ,

পাঁচ…. ডায়মন্ড হারবারে ভোটের নামে প্রহসন, নির্বাচন কমিশন নির্বাক দর্শক, হোয়াটসপ ও মেইল করেও কোন উত্তর মেলেনা।

ছয়…. ৯৯ নম্বর ওয়ার্ডে অভিযোগ উঠে আসে, বাণী ভবন বয়েজ স্কুলে, টিএম সি কন্যাশ্রী এনভেলপ করে মহিলাদের ৫০০ টাকা করে দিচ্ছেন।,

সাত… কসবা তিলজলয় অভিযোগ ৯৫,৯৭,৯৮ বুথে তৃণমূলের মহিলারা, ভোটারদের জোর করে ভোট দেওয়াচ্ছেন।

আট…. বাগপোতা জি এস এফ পি স্কুলের সামনে সিপিআইএম ইলেকশন এজেন্ট, প্রস্তাব চ্যাটার্জির গাড়ি ভাঙচুর।

নয়… বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রের বুথ নম্বর ১৮৫ ও ১৮৬ তে মেশিন গন্ডগোলের ফলে ভোট শুরু হতে দেরি।

দশ..যাদবপুর বিধানসভার একশো নয় নম্বর ওয়ার্ডে ,শহীদ স্মৃতি কলোনীতে সাধন গায়েন আক্রান্ত।

এগারো… ভাঙ্গরের ঘোঁজের মাঠ এলাকায় সিপিআইএমের এজেন্ট মহম্মদ সিরাজকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ।

বারো…. টালিগঞ্জ বিধানসভার ১০০ নম্বর ওয়ার্ডের নাকতলা শিশুভারতী স্কুলে, পার্ট ২৬০ এ বিজেপির এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি, প্রথমবার ঢুকতে গেলে শাসানো হয় এবং দ্বিতীয়বার ঢুকতে গেলে মার ধরে হুমকি দেয়া হয় বলে অভিযোগ।

তেরো… যাদবপুর বিধানসভার একশো নয় নম্বর ওয়ার্ডের মুকুন্দপুর এর বুধের হাট স্কুলের বিভিন্ন পার্টে অবাধে ছাপ্পা ভোটের অভিযোগ।

চৌদ্দ…. যাদবপুর বিধানসভার ১০৯ নম্বর ওয়ার্ডের মুকুন্দপুর পূর্বাশা ১৪৭ নম্বর পার্ট এ বুথ এজেন্টকে মুক্ত করতে এসে অনির্মার গাঙ্গুল কে ঘিরে বিক্ষোভ শতাধিক তৃণমূলের,।

পনেরো… ভাঙ্গড়ের সাতুলিয়া হাই মাদ্রাসার ৭০,৭১ সাতুলিয়া ফ্রি প্রাইমারী ৭২,৭৩,৭৪, সহ সারা অঞ্চল জুড়ে তান্ডব ও ব্যাপক বোমাবাজী।

ষোল…. বিরোধীদের অভিযোগ সমস্ত বুথে সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল কংগ্রেসের ছেলেরা, এমনকি বিভিন্ন বুথ থেকে এজেন্টদের বার করে দেয়া হচ্ছে তাদের ঢুকতে দেয়া হচ্ছে না বলে অভিযোগ।

সতেরো… তৃণমূল লোকসভার প্রার্থী সায়নী ঘোষ মন্দিরে পুজো দিয়ে, সাংবাদিকদের মুখোমুখি হলে জানান, ভোট সুষ্ঠু ও শান্তি ভাবে হোক, সাধারণ মানুষ নির্ভয়ে ভোট দিক, এরপর তিনি তার এলাকার বুথে পরিদর্শনে যান ও ভোট দেন।।

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি