মোঃ মিনারুল ইসলাম: স্টাফ রিপোর্টার:
বগুড়া গাবতলীর নাড়ুয়ামালা ইউনিয়ন পরিষদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর মন্ডল। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, গত ২৬ মে/২৪ বিভিন্ন গণমাধ্যমে নাড়ুয়ামালা ইউনিয়ন পরিষদকে নিয়ে মিথ্যা তথ্য এর মাধ্যমে খবর প্রাকাশিত হয়েছে।সেখানে ১৫ টাকা কেজি দরের চাল, টিসিবি কার্ড ও ৪০দিনের কর্মসূচির তালিকা সঠিকভাবে বিতরণ হয়নি বলে একটি তথ্যচিত্র প্রকাশিত হয়। প্রকৃতপক্ষে ১৫ টাকা কেজি দরের চাল অনলাইন করার সময় সকল প্রকার নেতাকর্মীদের মাধ্যমে অনলাইনে আবেদন করতে বলা হয়। এক্ষেত্রে কোন অনিয়ম করা হয়নি। আমি নৌকা প্রতীক পেয়ে নাড়ুয়ামালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হই। কিন্তু আমার পরিষদের ০৩ জন ইউপি সদস্য বর্তমান সরকার বিরোধী পক্ষের। মূলত তারাসহ আরো কিছু অপশক্তি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেছে। এই অপশক্তিরাই সাংবাদিকদের ভুল তথ্য দিয়েছে। ফলে তাদের থেকে সজাগ থাকার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান ইকবাল হাসান সবুজ, মাহমুদুল নবী অটল, দুলালী বেগম, ইউপি সদস্য রাকিবুল হাসান রকি, মোজাম প্রামানিক, শহীদুল ইসলাম, আলফাজুর রহমান, রানু বেগম।