1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সপ্তম দফায় নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন, এবং ভোট দিয়ে বেড়িয়ে ভিকটি চিহ্ন দেখালেন - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
রবিবার, ২০ জুলাই ২০২৫, ০২:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
ইবি ছাত্রের মৃত্যু, তথ্য চেয়ে তদন্ত কমিটির গণবিজ্ঞপ্তি আত্রাইয়ে শহিদদের স্মরণে প্রশাসনের বৃক্ষ রোপন নড়াইল জেলা পুলিশের কোর্ট পরিদর্শন করলেন অতিরিক্ত জিআইজি অপারেশনস শেখ জয়নুদ্দীন জ্যোতি বসু স্বরণে রক্তদান কর্মসূচি মগরাহাট পশ্চিমে ডায়মন্ড হারবার জেলা পুলিশ উড়িষ্যা র কোরাপুট থেকে গ্রেফতার করল গ্যাং ডাকাতকে সফলতার সাথে কাজ করে যাচ্ছেন ওসি জাহেদ দিনাজপুরে ব্যাবের অভিযানে পিস্তল গুলি ও বিদেশী মদসহ মাদক উদ্ধার, মামলা দায়ের সংসদ প্রতিমা মন্ডল ও দক্ষিণ ২৪পরগনার জেলার কিষান ক্ষেত মজদুর TMC সভাপতি মানস দাসের উপস্থিতে জয়নগর বিধানসভার ব্লক কিষান ক্ষেত মজুর TMC পূর্ণাঙ্গ কমিটি গঠন ও নিয়োগ পত্র প্রদান ঠাকুরগাঁওয়ে যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী আটক কালীগঞ্জে গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাখফেরাত ও আহতদে আশু সুস্থতা কামনায় আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিতঃ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সপ্তম দফায় নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন, এবং ভোট দিয়ে বেড়িয়ে ভিকটি চিহ্ন দেখালেন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১ জুন, ২০২৪
  • ৭৩ বার পড়া হয়েছে

 

আজ ১লা জুন শনিবার, থেকেই শুরু হয়ে গেছে, সপ্তম দফা ভোট, কলকাতা সহ বেশ কয়েকটি জেলায়, মাননীয় মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন মন্ত্রীরা তাদের নিজ নিজ এলাকায় ভোটাধিকার প্রয়োগ করলেন, এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এলাকায় ভোটাধিকার প্রয়োগ করে, ভোট কেন্দ্র থেকে বেরিয়ে ভিকটি চিহ্ন দেখালেন সকল সাংবাদিকদের।

আজকে সপ্তম দফা ভোটে , সকাল থেকে যে সকল প্রার্থী ও মন্ত্রী , অভিনেতা-অভিনেত্রীরা ভোট দিয়েছেন তাদের নিজ নিজ এলাকায় তাহারা হলেন,

শোভন চট্টোপাধ্যায় ,দুপুর 12 টায়, মুরলীধর গার্লস কলেজ।

সন্ধ্যা রায়, সকাল ৭:৩০ মিনিট, প্রনবানন্দ বিদ্যাপীঠ। কুঁদঘাট।

সোহম, দুপুর ১ টায় ,বেহালা গার্লস স্কুল.

ডেরেক ও ব্রায়েন, সকাল নটায়, কে কে ঘোষ মেমোরিয়াল স্কুল।

শতাব্দী রায়,, দুপুর ১২ টায় ,কে আই টি মার্কেট, নেয়ার নবীনা

কোয়েল, দুপুর ১২ টায় বাঙুর স্কুল।

অপর্ণা সেন ,সকাল ১০ টা ৩০ মিনিট, রামনারায়ণ সিং মেমোরিয়াল হাই স্কুল।

অনির্বাণ গাঙ্গুলী, ফিউচার ফাউন্ডেশন স্কুল

দেবশ্রী চৌধুরী ,সকাল ৬:৩০ মিনিট, ঢাকুরিয়া পার্টি অফিস।

নুসরাত জাহান ,সকাল ১১ টায়, মডার্ন হাই স্কুল।

প্রদীপ ভট্টাচার্য, সকাল সাড়ে সাতটায়, পাঠভবন জুনিয়র সেকশন স্কুল

বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সকাল সাড়ে দশটায়, ক্যালকাটা পাবলিক স্কুল।

ফিরহাদ হাকিম ,সপরিবারে দুপুর বারোটা ৩০ মিনিট, চেতলা গার্লস স্কুল।

বিমান বসু, সকাল ১১ টায়, এ কে ফজলুল হক স্কুল।

মালা রায়, সকাল দশটায়, দেশপ্রাণ বীরেন্দ্র নাথ ইনস্টিটিউট স্কুল।

মহম্মদ সেলিম স্বস্তিক , সকাল সাড়ে নটায় ,সেন্ট টমাস স্কুল।

মিঠুন চক্রবর্তী, সকাল সাতটায়, বেলগাছিয়া ভেটেনারি কলেজ।

আরিজ আফতাব, সকাল সাতটায় , ইউনাইটেড মিশনারী প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট।

মিমি, দুপুর ১২ঃ৩০ মিনিট, কসবা সারদা একাডেমি

রচনা বন্দ্যোপাধ্যায় , বিকেল তিনটে , আরবানার স্কুল।

লকেট চট্টোপাধ্যায়, সকাল ১১ টায়, কামারহাটি বুথ নম্বর ১১২।

শশী পাঁজা,দুপুর দুটোয়, কেমার একাডেমি।

শোভন দেব চট্টোপাধ্যায় , মডেল স্কুল, ভবানীপুর

সায়নী ঘোষ ,সকাল নটায়, সত্যরঞ্জন খাস্তগীর প্রাথমিক বিদ্যালয়।

সায়রা সাহ হালিম ,সকাল সাতটায়, জি এস আই ।

সুদীপ বন্দ্যোপাধ্যায় ও নয়না বন্দ্যোপাধ্যায়, ক্যালকাটা বয়েজ স্কুল।

সৌরভ গাঙ্গুলী, দুপুর দুটোয়, ঠাকুরপুকুর জনকল্যাণ স্কুল।

তাপস রায়। সকাল ৭:৩০ মিনিট,
মৌলানা আজাদ কলেজ।।

দেব- দীপক অধিকারী ,দুপুর দুটোয়, সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুল।

সৌগত রায়, সকাল আটটায়, দমদম থেকে বেরোবেন।

জুন মালিয়া, দুপুর দুটোয়, মহাদেবী শিশু বিহার স্কুল।

চন্দ্রিমা ভট্টাচার্য, আদর্শ হিন্দি হাই স্কুল।

কুনাল ঘোষ ,বিকেল তিনটায়, ব্রাহ্ম গার্লস স্কুল।

কাকলি ঘোষ দস্তিদার, সকাল ৭:৩০ মিনিট , দিঘিরিয়া এফ পি স্কুল।

অরূপ বিশ্বাস, বিকেল ৪:০০ টায়, নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল।

অভিষেক বন্দ্যোপাধ্যায়, মিত্র ইনস্টিটিউশন

ইসকনের সমস্ত সাধুরা, সকাল ৮:১৫ মিনিট , লা মার্টিনিয়ার ফর বয়েজ স্কুল।

অন্যান্যরা বিভিন্ন নিজ এলাকায় তাদের ভোট প্রয়োগ করেন, একটি বার্তা ভোট শান্তিপূর্ণ হোক জনগণ শান্তিতে ভোট দিক এলাকার মানুষ শান্তিতে ভোট দিক।
আজকের ভোটে কিছু বিশৃঙ্খলা ঘটায় অনেকেই নির্বাচন আধিকারিক এর অফিসের সামনে জমায়েত হন। অভিযোগ জানানোর জন্য এমনও দেখা গিয়েছে।

রিপোর্টার ,সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি