[10:58 AM, 6/4/2024] +91 99333 11762:
আজ ৪ঠা জুন বুধবার, ৪২ টি আসনের ভোট গণনা শুরু হওয়ারা মুখে, বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্টদের ভোট গণনা কেন্দ্রে প্রবেশ করতে হচ্ছে ,কেন্দ্র বাহিনী ও পুলিশের কড়া নিরাপত্তায় মধ্য দিয়ে, কোন রকম বিশৃঙ্খলার সৃষ্টি না হয়।
পূর্ব মেদিনীপুরের তমলুক সভা সহ কলকাতার বেশ কিছু ভোট গণনা কেন্দ্রে এরকম চিত্র উঠে আসে।, ৪২ টি আসোনর ফলাফল ঘোষণার পর জানা যাবে কোন রাজনৈতিক দল জয়লাভ করলেন।
সকাল থেকেই একদিকে যেমন এজেন্টের কড়া নিরাপত্তার মধ্যে প্রবেশ করানো হচ্ছে , তেমনি বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা বাইরে অপেক্ষায়,
আজকের ভোট গণনা কেন্দ্রের তালিকার মধ্যে বেশ কিছু তালিকা দেয়া হলো।, কোথায় কোথায় ভোট গণনা শুরু হবে।
কলকাতা উত্তর- নেতাজি ইনডোর স্টেডিয়াম,
কলক…
[10:58 AM, 6/4/2024] +91 99333 11762: রাজ্যে ৪২ টি আসনের ভোট গণনা শুরু হওয়ার আগে, কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের কড়া নিরাপত্তায় ভোট গণনা কেন্দ্রে প্রবেশ।
আজ ৪ঠা জুন বুধবার, ৪২ টি আসনের ভোট গণনা শুরু হওয়ারা মুখে, বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্টদের ভোট গণনা কেন্দ্রে প্রবেশ করতে হচ্ছে ,কেন্দ্র বাহিনী ও পুলিশের কড়া নিরাপত্তায় মধ্য দিয়ে, কোন রকম বিশৃঙ্খলার সৃষ্টি না হয়।
পূর্ব মেদিনীপুরের তমলুক সভা সহ কলকাতার বেশ কিছু ভোট গণনা কেন্দ্রে এরকম চিত্র উঠে আসে।, ৪২ টি আসোনর ফলাফল ঘোষণার পর জানা যাবে কোন রাজনৈতিক দল জয়লাভ করলেন।
সকাল থেকেই একদিকে যেমন এজেন্টের কড়া নিরাপত্তার মধ্যে প্রবেশ করানো হচ্ছে , তেমনি বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা বাইরে অপেক্ষায়,
আজকের ভোট গণনা কেন্দ্রের তালিকার মধ্যে বেশ কিছু তালিকা দেয়া হলো।, কোথায় কোথায় ভোট গণনা শুরু হবে।
কলকাতা উত্তর- নেতাজি ইনডোর স্টেডিয়াম,
কলকাতা দক্ষিণ- গীতাঞ্জলি স্টেডিয়াম কে এমডিএ , ব্রতচারী বিদ্যাশ্রম হায়ার সেকেন্ডারী স্কুল জোকা, বিবেকানন্দ কলেজ ঠাকুরপুকুর, সেন্ট টোমাস বয়েজ স্কুল , শাখা ওয়াজ মেমোরিয়াল গভর্মেন্ট হাই স্কুল, বালিগঞ্জ গভর্মেন্ট হাই স্কুল, বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি।
জয়নগর -বঙ্কিম সরদার কলেজ ট্যাংরাখালী।
ডায়মন্ড হারবার- সিস্টার নিবেদিতা জেনারেল ডিগ্রী কলেজ ফর গার্লস, হেস্টিংস হাউস কমপ্লেক্স, ইনস্টিটিউট অফ এডুকেশন ফর উইমেন বিএড কলেজ, মাল্টিপারপাস গভর্নমেন্ট গার্লস স্কুল, টেট ইনস্টিটিউট অফ ফিজিক্যাল এডুকেশন ফর উইমেন, জিমনাসিয়াম হল ।
তমলুক- কে টি পি পি হাই স্কুল।
দমদম- গুরু নানক ডেন্টাল কলেজ পানিহাটি,
বসিরহাট- স্যার রাজেন্দ্রনাথ মুখার্জী গভর্মেন্ট পলিটেকনিক কলেজ।
বারাসত- বারাসাত গভর্নমেন্ট কলেজ , বারাসত প্যারীচরণ সরকার গভর্মেন্ট হাই স্কুল।
ব্যারাকপুর- রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ কমার্স ক্যাম্পাস।
মথুরাপুর- কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুল।
মুর্শিদাবাদ- কৃষ্ণনাথ কলেজ।
যাদবপুর -বিজয়গড় জ্যোতিষ রায় কলেজ।
শ্রীরামপুর – শ্রীরামপুর কলেজ হুগলী।
হাওড়া- জে আই এস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এন্ড রিসার্চ।
এই সকল বুথগুলিতে চলবে ভাগ্য গননা এবং জয়-পরাজয়ের উল্লাস। কে পাবে কটি আসন , কে পড়বে জয়ের মালা? এই নিয়ে আয় সারাদিন হুল্লোড়। কোন দল হবে বিজয়।
রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস কলকাতা,