তৌসিফ রেজা (বিশেষ প্রতিনিধি)
নীলফামারীর সৈয়দপুরে আহলে সুন্নাত ওয়াল জামায়াত সৈয়দপুর পৌরশাখার পক্ষ থেকে আল্লামা সৈয়দ মুজিবুল হক এমাদি আল -আযহারীকে (ভারত) সম্মাননা স্বারক প্রদান করা হয়।
সোমবার ৩ জুন শহরের ইকু হেরিটেজ হোটেল এন্ড রিসোর্টে খানকাহ এ এমাদিয়া কর্তৃক আয়োজিত ‘জলসা এ কালান্দারিয়া ‘ কনফারেন্সে এই সম্মাননা স্বারক প্রদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য সম্মাননা স্মারক প্রদানের সময় উপস্তিত ছিলেন, নীলফামারি জেলা আহলে সুন্নাতের সহ সাধারণ সম্পাদক আলহাজ্ব আফতাব আলম জুবায়ের এমাদি, কোষাধ্যক্ষ আলহাজ্ব আজহার সুলতান রিজভী,সৈয়দপুর পৌর আহলে সুন্নাতের সভাপতি সৈয়দ আব্দুল্লাহ বাখশী (পাপ্পু) সাধারণ সম্পাদক
খালিদ আজম আশরাফি,সৈয়দপুর উপজেলা আহলে সুন্নাতের সভাপতি সৈয়দ আসিফ আশরাফি , নাঈম উল আউলিয়া ফাউন্ডেশন এর সভাপতি তাওহিদ আহমেদ আশরাফি, অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আরজু এমাদি, ফারুক এমাদি,মোবাশ্বির আলম প্রিন্স এমাদি,শাওন এমাদি, মাওলানা গোলাম কাদের হিরা আশরাফি প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা ও হামদ ও নাত পরিবেশনা করেন হায়দার আলী হায়দার এমাদি।