আজ ৪ঠা জুন বুধবার, সকাল থেকেই শুরু হয়ে যায় কলকাতা সহ বিভিন্ন গণনা কেন্দ্রে ভোট গণনার কাজ, এবং কলকাতা সহ বিভিন্ন জেলা থেকে একে একে তৃণমূল কংগ্রেসের জয়ের ফলাফল ঘোষণা হওয়ার সাথে সাথেই, কালীঘাটে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর বাড়ির সামনে উল্লাস করতে থাকে তৃণমূল কংগ্রেস কর্মীরা।।
সবুজ আবিরে ভেসে যায় কালীঘাটের মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে, বাজনা বাদ্যিসহ ছেলে থেকে মেয়ে এবং ছোট শিশুরাও বাদ পড়েনি আবির খেলতে, তার সাথে সাথে বাজনার তালে তালে নাচ, সারা কালীঘাট উত্তেজনায় উল্লাসে ভরপুর।। এতোটুকু কমতি নেই কারো মধ্যে, মেয়েদের সাথে সমান তালে তাল দিয়ে মেয়েরাও উল্লাসে মুখর।
তার সাথে সাথে জয়ধ্বনি জয় বাংলা, কন্যাশ্রী জয়, স্বাস্থ্য সাথী জয়, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয়, দিদি ও দাদার ছবি হাতে নিয়ে সবাই উল্লাস করতে থাকেন, যশোর সকাল থেকে রাত্রি পর্যন্ত জ্যামের সৃষ্টি হয়।
এর সাথে সাথে কেন মন্ত্রীদের বিভিন্নভাবে আক্রমণ করতে থাকেন, আক্রমন করতে থাকেন শিশির অধিকারী থেকে শুরু করে শুভেন্দু অধিকারীকে পর্যন্ত, চোর বলে একখা দেন এবং বলেন চুরি করে কোনদিন জেতা যায় না, দেশের উন্নয়ন করতে হয়, আমাদের মা মাটির সরকার, বিভিন্ন প্রকল্প করে আমাদের পাশে সব সময় রয়েছেন।, আজ আবারো প্রমাণ করে দিল বাংলায় বিজেপির ঠাঁই নাই , বাংলা থেকে বিজেপিকে হটাতে হবে, কলকাতা শহর জেলায় জেলায় প্রমাণ করে দিল, কোন কাকে চেয়েছে, আবারো বলি বিজেপি হটাও, বাংলা জয়ের বাংলা, জয় বাংলার,
আগামীকাল অর্থাৎ ৩রা জুন মদন মিত্র যজ্ঞ করে প্রমাণ করে দিয়েছেন বাংলার কারো না, এটা মাননীয় মুখ্যমন্ত্রী বাংলা, এ বাংলা বাঙ্গালীদের বাংলা, তাই আজ জয়ের উল্লাস সবার মনে।
কালীঘাটের বাড়ীতে দেখা করতে আসেন, মন্ত্রী ও মহানগরীক ফিরাদ হাকিম, রাজ চক্রবর্তী, পার্থ ভৌমিক সহ অন্যান্য নেতা নেতৃবৃন্দরা।
রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা