মোঃ সালাউদ্দিন:-খাগড়াছড়ির গুইমারায় বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৪ উপলক্ষ্যে গুইমারা উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার(৫জুন) সকালে গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজীব চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমা।
আলোচনা সভা শেষে উপজেলা পরিষদের মাঠ থেকে একটি র্যালি বের হয়ে গুইমারার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ।
এসময় উপস্থিত ছিলেন গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুল আমিনে, ভাইস চেয়ারম্যান কংজরি মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, উপজেলা কৃষি অফিসার ওঙ্কার বিশ্বাস, জালিয়াপাড়া রেঞ্জ কর্মকর্তা মোঃ মহসিন, গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বাবলু হোসেন সহ স্থানীয় জনপ্রতিনিধি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী বৃন্দ।
আলোচনা সভার আলোচনায় এলাকায় তামাকের চাষ রোধ করা, তামাকের বেবহার কমিয়ে আনতে জনসচেতনতা বৃদ্ধি করার কথা বলেন, এতে সকলের সহযোগিতা চান আলোচকরা।