মোঃ হেকমত আলী মন্ডল
জেলা প্রতিনিধি পঞ্চগড় ,,
দেবীগঞ্জ পৌর শহরের নৃপেন্দ নারায়ন উচ্চ বিদ্যালয়ের পুর্ব দিকে ও পায়রা চত্বর এলাকায় আধুনিক মিনি ফুটপাত মার্কেট নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৫ ই জুন) দুপুরে দেবীগঞ্জ পৌর সভার উদ্যোগে শহরের নৃপেন্দ নারায়ন উচ্চ বিদ্যালয়ের পুর্ব দিকে পায়রা চত্বরে পাশে এই ফুটপাত মিনি মার্কেট নির্মাণ কাজের উদ্বোধন করেন দেবীগঞ্জ পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক আবু,,
উদ্বোধনী অনুষ্ঠান শেষে মেয়র জানান, দেবীগঞ্জ পৌর একটি ছোট, শহরের পাশে ফুটপাত দখল করে বিভিন্ন ব্যবসায়ীরা দোকান পাঠ বসে আছেন। যার ফলে এখানে প্রতিনিয়ত যানজটে পড়ে ভোগান্তি ও দূর্ঘটনার স্বীকার হচ্ছে পৌরবাসী। সেই ভোগান্তি থেকে মুক্তি ও ব্যবসায়ীদের সুবিধার্থে ৮৮ লক্ষ ২৮ হাজার ৭ শত ৭৪ টাকা ব্যয়ে নৃপেন্দ নারায়ন উচ্চ বিদ্যালয়ের পাশ দিয়ে নির্মাণ করা হচ্ছে মিনি ফুটপাত মার্কেট ,,
মেয়র আরোও বলেন, দেবীগঞ্জ পৌর সদরের কিছু ভাঙা রাস্তা ছিল আমারা পুনরায় রিপিয়ারিং করে দিছি, যাতে দেবীগঞ্জ পৌরবাসীকে কোন ভোগান্তিতে পড়তে না হয়। সেই সাথে ফুটপাত মার্কেটের কাজ শেষ হওয়ার পর শহরের যে কয়েকটি জায়গায় বৃষ্টিতে সড়কের যে ক্ষতি হয়েছে সেগুলো আমরা নতুন করে মেরামত করে দিব।
এ-সময় উপস্থিত ছিলেন, দেবীগঞ্জ পৌরসভার ১থেকে ৯ নং ওয়ার্ডের মহিলা ও পুরুষ কাউন্সিলর সহ পৌর সভার কর্মকর্তা ও কর্মচারী গণ উপস্থিত ছিলেন,,