জামাল উদ্দীন – কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজারের ঈদগাঁও বাস স্টেশন থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ৫ জুন বুধবার বিকেলে ঈদগাঁও গরু বাজার থেকে তাদের আটক হয়।
আটকরা হলো, চট্টগ্রামের কাঁকড়াছড়ি এলাকার বাসিন্দা ও উখিয়া কোর্ট বাজার রোহিঙ্গা ক্যাম্পের পুলিশ সদস্য তৈয়বুল ইসলাম, মতিউর রহমানের ছেলে মো. শফিক ও আব্দুল হাকিমের ছেলে নুরুছালাম।
পুলিশ সূত্রে জানা যায়, ইয়াবার একটি বড় চালান চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছে। এমন সংবাদ পেয়ে ঈদগাঁও সৌদিয়া কাউন্টারের পাশে তেলের পাম্প থেকে প্রায় ২০ হাজার পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের সাব ইন্সপেক্টর সিরাজুল মোস্তফা মকুল।