ইমরানুল হাসান
স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলায় ৪র্থ পর্যায়ে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন শান্তিগঞ্জ, সুনামগঞ্জ সদর ও মধ্যনগরে সম্পন্ন হয়েছে।
শান্তিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফল অনুযায়ী আনারস প্রতীকে প্রার্থী সাদাত মান্নান অভি জয়ী হয়েছেন।
৫৬ টি কেন্দ্রের ফলাফলে আওয়ামীলের সিনিয়র সহসভাপতি পেয়েছেন ৪১ হাজার ৩৮৬ ভোট। এই ফলাফলে নিকটতম প্রতিদ্বন্দ্বী সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী আবুল কালাম পেয়েছেন ১৯ হাজার ৩৮৬ ভোট।
উপজেলার প্রতি কেন্দ্রের সকল কেন্দ্রে সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে শান্তিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন। উক্ত ফলাফল প্রার্থীদের এজেন্টে ও কেন্দ্রের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে।