মো লুৎফুর রহমান রাকিব কুমিল্লা জেলা প্রতিনিধি
আজ ০৫/০৬/২০২৪ খ্রিঃ ৬ষ্ঠ উপজেলা(নাঙ্গলকোট, চৌদ্দগ্রাম ও হোমনা থানা) পরিষদ নির্বাচন-২০২৪খ্রিঃ (চতুর্থ ধাপ) উপলক্ষে ভোট কেন্দ্রের সার্বিক পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন কুমিল্লা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব আব্দুল মান্নান বিপিএম(বার) মহোদয়।
পুলিশ সুপার মহোদয় সরেজমিনে ভোট কেন্দ্র পরিদর্শন করে ভোট কেন্দ্র ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। তিনি বলেন, অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং আমাদের কাছে এখনো পর্যন্ত কোন ধরণের অপ্রীতিকর ঘটনার খবর আসেনি। আমরা আশা করছি বাকি সময়টুকু এধরনের কোন ঘটনা ঘটবেনা।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব খন্দকার আশফাকুজ্জামান বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জনাব মোঃ নাজমুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব কাজী মোঃ মতিউল ইসলাম সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।