উজ্জ্বল কুমার সরকার নওগাঁ
শ্রীযুক্ত বাবু সুধীর চন্দ্র বিশ্বাস (১০৩), সেবাইত পুরোহিত, শ্রীশ্রী শুটিকালিতলা মন্দির, লস্করপুর, নওগাঁ সদর, নওগাঁ। নওগাঁ শহর থেকে ২ কিঃমিঃ দক্ষিণে ছোট যমুনা নদীর বাম তীরে মন্দিরটি অবস্থিত। আমরা হাঁটুরে বন্ধুরা শহর থেকে প্রতিদিন সকালে হাঁটতে ঐ মন্দিরের পাশ দিয়ে যাই এবং ফেরার পথে মন্দিরে প্রণাম দিয়ে আসি। আর দেখা যায় পুরোহিত মশাই মন্দিরের বারান্দায় বসে শ্রীমদ্ভাগবত গীতা পাঠ করছেন। কিন্ত অবাক কথা তাঁর বয়স ১০৩ বছর হলেও এখনও তিনি চশমা ছাড়াই পড়তে পারেন। তাঁর তুলনায় ডিজিটাল তথা স্মার্ট যুগের এই যে আমরা বা পরবর্তী প্রজন্ম কি এই গুণ বা সক্ষমতা পাবে ? তাই কথায় বলে “পুরাতন চাল-ভাতে বাড়ে”। শ্রীযুক্ত বাবু সুধীর চন্দ্র বিশ্বাস জানান তিনি ১৯২০ সালে জন্মগ্রহন এবং তিনি বিগত ১৭ বছর থেকে এই মন্দিরে দায়িত্ব পালন করে আসছেন। আমরা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করছি। আপনারা সকলে এই পুরোহিত মহাশয়ের জন্য আশির্বাদ করবেন প্লিজ।
নওগাঁ।