আলমডাঙ্গা প্রতিনিধিঃ আলমডাঙ্গায় ছাগলের হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নগদ ২০হাজার টাকা জরিমানা আদায় করেছে।গতকাল বৃহস্পতিবার দুপুরে আলমডাঙ্গায় পৌর ছাগলের হাটে উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস এ ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে। এর আগে হাট কর্তৃপক্ষকে একাধিকবার সতর্ক করলেও প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে ক্ষমতার প্রভাবে অতিরিক্ত খাঁজনা আদায় করতেছিল।
জানা গেছে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা পৌর ছাগল হাটে সরকার নির্ধারিত ছাগল ক্রেতা- বিক্রেতা যৌথভাবে ছাগল পতি ১৪০ টাকা খাজনা নেওয়ার কথা থাকলেও হাট মালিক সরকারি নিয়ম নীতির ওপর বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে নিজ ক্ষমতা বলে হাজার প্রতি ৭০ টাকা হারে খাজনা আদায় করছে এবং খাজনা রশিদে টাকার পরিমান লেখা নেই । এমন সংবাদের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালত বসিয়ে পৌর এলাকার নিজাম উদ্দিন মোল্লার ছেলে দেলোয়ার মোল্লা কে নগদ২০হাজার টাকা জরিমান করে।