1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
কুমিল্লা জেলা ০৩টি চোরাই মোটর সাইকেলসহ ০৬ জন আসামী গ্রেফতার - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০১:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
ঝিনাইগাতীতে উপবৃত্তির টাকা হাতিয়ে নিচ্ছেন ইউপি সচিব, ইউএনও’র বরাবর অভিযোগ ডুমুরিয়ায় মৎস্য সপ্তাহ উপলক্ষে শ্রেষ্ঠ পুরস্কার পেলেন ক্লাস্টার লিডার সাংবাদিক শেখ মাহতাব হোসেন খুলনা-সাতক্ষীরা মহাসড়কের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন পটুয়াখালী ভার্সিটিতে, বাহার বিবৃতিকে প্রত্যাখান করে মশাল মিছিল ও মোমবাতি প্রজ্বলন রাজশাহীতে সোনালী লাইফ ইন্সুরেন্স শাখার উদ্বোধন খুলনা বিশ্ববিদ্যালয়ে ল্যাবরেটরি ম্যানেজমেন্ট এন্ড সেফটি শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত খেলোয়াড়দের উন্নয়নে পানছড়িতে স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সামগ্রী বিতরণ দুর্ঘটনার মুখোশে হত্যা এমন অভিযোগ পরিবারে টাকার অভাবে চিকিৎসা পাচ্ছে না ছয় বছরের রিয়াজুল জলঢাকায় স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বর্ষ পালন

কুমিল্লা জেলা ০৩টি চোরাই মোটর সাইকেলসহ ০৬ জন আসামী গ্রেফতার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ৮১ বার পড়া হয়েছে

মো লুৎফুর রহমান রাকিব কুমিল্লা জেলা প্রতিনিধি।

গত ১১/০৬/২০২৪খ্রিঃ তারিখ ২২:৫০ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লার একটি টিম কুমিল্লা জেলায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুমিল্লা কোতয়ালী মডেল থানার আমতলী চট্টগ্রাম-টু-ঢাকাগামী মহাসড়কের উপর চেকপোস্ট ডিউটি করাকালে ০৩ মোটর সাইকেল আসতে দেখলে দাঁড়ানো সংকেত দেন এবং তাদেরকে মোটর সাইকেলের বৈধ কাগজপত্র উপস্থাপন করতে বললে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারে না। পরবর্তীতে সন্দেহ হলে মোটরসাইকেল গুলো তল্লাশি ও পর্যবেক্ষণ করলে ০৩টি মোটর সাইকেলের মধ্যে একটি পুরাতন কালো রংয়ের YAMAHA R15 V-3 মোটর সাইকেল বুড়িচং থানার মামলা নং-১৪(০৬)২৪ এর বর্নিত মোটর সাইকেল এর সাথে মিল পাওয়া যাওয়ায়। পরবর্তীতে আসামীদেরকে জিজ্ঞাসাবাদ করলে, আসামীগন বুড়িচং থানায় দায়েরকৃত মামলার ঘটনার সত্যতা স্বীকার করে এবং জানায় যে, তারা পরস্পর যোগসাজসে কালো রংয়ের মোটর সাইকেলটি গত-০১/০৬/২০২৪খ্রিঃ তারিখ বুড়িচং থানাধীন শংকুচাইল বাজারস্থ “রাদিফা অটো বাইক নামক” দোকানের সামনে থেকে চুরি করে।বুড়িচং থানার মামলার বাদীকে ফোন করে ঘটনাস্থলে নিয়ে আসলে বাদী রিফাত হোসেন (২৫) মোটরসাইকেলটি দেখে তার বলে সনাক্ত করেন। তাৎক্ষনিক উপস্থিত সাক্ষীদের সম্মুখে তিনটি মোটরসাইকেল জব্দপূর্বক ০৬ জন আসামিকে গ্রেফতার করা হয়।

উক্ত ঘটনায় কুমিল্লা এর কোতয়ালী মডেল থানার মামলা নং- ৩৭ , তারিখ-১২/০৬/২৪খ্রিঃ, ধারা-৪১৩/৩৪ পেনাল কোড মামলা রুজু করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের নাম ঠিকানাঃ-
১। শফিউল ইসলাম জনি (২৮), পিতা- দুলাল হোসেন, গ্রাম-বাকশিমুল, থানা- বুড়িচং, জেলা-কুমিল্লা,
২। মোহাম্মদ নাজমুল রেজা হৃদয় (২২), পিতা-মৃত রেজাউল করিম, গ্রাম- বাকশিমুল (দক্ষিণ পাড়া), থানা-বুড়িচং জেলা-কুমিল্লা,
৩। মোহাম্মদ রাকিবুল ইসলাম রনি (২৪), পিতা- রফিকুল ইসলাম, গ্রাম-বাক শিমুল, থানা-বুড়িচং, জেলা-কুমিল্লা,
৪। মোঃ শাহিন (২৩), পিতা-কেতু সর্দার @ কেতা, গ্রাম- বাকশিমু, থানা-বুড়িচং জেলা-কুমিল্লা,
৫। মোহাম্মদ নয়ন (১৯), পিতা-মোঃ আলম, গ্রাম-মহারং, ১নং ওয়ার্ড পৌরসভা, থানা-চান্দিনা, জেলা-কুমিল্লা,
৬। মোঃ শাওন (১৯), পিতা-মোঃ কামাল, গ্রাম-বেলাশ^র, থানা-চান্দিনা, জেলা-কুমিল্লা

উদ্ধারকৃত মোটরসাইকেল এর বিবরণঃ-
১। একটি পুরাতন কালো রংয়ের YAMAHA R15 V-3 মোটর সাইকেল, যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ল-৫৫-০৮২৪,
২। একটি পুরাতন নীল রংয়ের রেজিঃ নাম্বার বিহীন YAMAHA R15 V-3 মোটর সাইকেল,
৩।একটি পুরাতন কালো রংয়ের রেজিঃ নাম্বার বিহীন YAMAHA MT-15 মোটর সাইকেল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি