জেনিফ নান্দাইল উপজেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইলে বাস ও অটোরিকশা সংঘর্ষে ১ জন যাত্রী নিহত হয়েছেন এবং শিশু সহ আরো১০ জন নারী পুরুষ আহত হয়েছেন।
শুক্রবার (১৪ ই) জুন দুপুর অনুমান ১ ঘটিকায় বাঁশহাটি টু চৌরাস্তার মাঝামাঝি স্থানে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে।
জানা যায়, যে যাতায়াত পরিবহন নামক কেন্দুয়া টু ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীতমুখী দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে ৩ শিশু, ৩ মহিলা ও ৪ জন পুরুষ গুরুতর আহত হয়ে ১জন নিহত হয়। সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম মাসুদ মিয়া (৪০)।
নান্দাইল ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা আহত লোকজনদের আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।এ ঘটনার পর বাস আটক হলেও বাসচালক পলাতক রয়েছে।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল মজিদ জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে তাদের লাশ মর্গে পাঠানো হচ্ছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।