মোঃ আব্দুল আজিজ
ভাঙ্গুড়া পাবনা প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ নিজাম উদ্দিন (৫৫) নামের এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার দিলপাশার ইউনিয়নের পাটুল গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে এক পুকুরের পানি সেচ শেষ হওয়ায় আরেক পুকুরে মটরের সংযোগ দিতে যায় মোঃ নিজাম উদ্দিন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে ডুবে মারা যায় তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত নিজাম উদ্দিন ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং ওই গ্রামের মৃত ময়াজ উদ্দিনের ছেলে।
ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ শহিদুল ইসলাম ও নিহতের পরিবারের লোকজন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এবিষয়ে ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ গোলাম হাসনাইন রাসেল,ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন এবং তাঁর আত্মার মাগফেরাত কামনাসহ পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।