প্যানেল চেয়ারম্যান হারাধন কর্মকার,,,
মিন্টু কান্তি নাথ রাজস্থলী।
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় ৬ষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচনে নবনির্বাচিত জনপ্রতিনিধি চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদ্বয় গত বুধবার (১২ জুন) চট্রগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম শপথ গ্রহন করেন।বৃহস্পতিবার ((২০ জুন) সকালে রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্রের সঞ্চালনায় পরিষদের মাসিক আইন শৃঙ্খলা সভা ও পরিষদের প্রথম সভায় নতুন দায়িত্বভার গ্রহণ করেন জনপ্রতিনিধিরা। তার আগে নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, ভাইস চেয়ারম্যান হারাধন কর্মকার ও মহিলা ভাইস চেয়ারম্যান গৌতমী খিয়াংকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে বরন ও বিদায় ভাইস-চেয়ারম্যানদের ফুলের শুভেচ্ছা জানান ।
দায়িত্বভার গ্রহন অনুষ্ঠানে তাদেরকে ফুল দিয়ে বরণ করে সংবর্ধনা দেওয়া হয়। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস-চেয়ারম্যানর উচসিন মারমা, উপজেলা শিক্ষা অফিসার তাজরুল ইসলাম, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আশিষ ভৌমিক,যুব উন্নয়ন কর্মকর্তা সচিনয় চাকমা, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা,গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা সহ সরকারী কর্মকর্তা, রাজস্থলী থানা ও চন্দ্রঘোনা থানা অফিসার ইনচার্জ প্রতিদিনগণ উপস্থিত ছিলেন। এদিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান, মহিলা ভাইস-চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যানদের সমর্থনে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হন হারাধন কর্মকার।