মোঃ শফিয়ার রহমান খুলনা পাইকগাছা প্রতিনিধি %
পাইকগাছা থানা পুলিশের বিশেষ অভিযানে সাজা ও পরোয়ানার ৭ আসামি গ্রেফতার। বৃহষ্পতিবার রাতে ও শুক্রবার সকালে থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমানের নের্তৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন, উপজেলার কপিলমুনি ইউনিয়নের বিরাশি গ্রামের জব্বার গাজীর ছেলে ৭ দিনের সাজার আসামি নাছের গাজী(৫০), নাসির পুর গ্রামের নজরুল ইসলামের ছেলে শেখ আছাদুল ইসলাম(৪৬) ছবেদ সরদারের ছেলে ছালাম সরদার(৪২) গদাইপুর ইউনিয়নের নেছার শেখের ছেলে অজিয়ার রহমান(৪৯), হরিঢালী ইউনিয়নের মজিদ গাজীর ছেলে সাইদুর রহমান(৩৮), হরিদাশ কাটি গ্রামের আব্দুল করিমের ছেলে জাকির শেখ(৫৫), চাঁদখালী ইউনিয়নের চক কাউলি গ্রামের মোসলেম গাজীর ছেলে আবুল হাসান গাজী(৩২)। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুে রহমান জানান, ৭ দিনের বিশেষ অভিযান চলছে। ওই অভিযানে প্রথম দিনে বিভিন্ন ইউনিয়ন থেকে সাজা ও পরোয়ানার ৭ আসামিকে গ্রেফতার করে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।