1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
নওগাঁ রাণীনগর-আত্রাইয়ে পথে প্রান্তরে ঈদের শুভেচ্ছা বিনিময়ে করলেন এমপি সুমন - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
পানছড়িতে বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ হাটহাজারী মাদরাসা নিয়ে ব্যঙ্গাক্তকারী আরিয়ান ইব্রাহিম কে গ্রেফতার করেছে ফটিকছড়ি থানা পুলিশ তেরখাদায় বিএনপির দলীয় সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী পারভেজ মল্লিকের পক্ষে ৩১ দফা প্রচার প্রচারণা বারহাট্টায় সেচ্ছাসেবক দলের তৃণমূল নেতৃবৃন্দ সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় ডিবি পুলিশের অভিযানে ১১০ অ্যাম্পুল প্যাথেড্রিনসহ গ্রেফতার-০১ জন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কালীগঞ্জে কাউছার আহম্মেদ কাজল ফাউন্ডেশনের উদ্যোগে বয়স্কদের আর্থিক সহায়তা ঠাকুরগাঁও ডায়াবেটিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ডা. কবীর সভাপতি, ডা. মিরাজুল সাধারণ সম্পাদক নির্বাচিত মুন্সিগঞ্জে অতীশ দীপঙ্কর আন্তর্জাতিক হিসেবে প্রখ্যাত ভূমিকা করুণানন্দ থের দৈনিক যশোর বার্তা’র মফস্বল সাংবাদিকদের ফোরাম গঠন

নওগাঁ রাণীনগর-আত্রাইয়ে পথে প্রান্তরে ঈদের শুভেচ্ছা বিনিময়ে করলেন এমপি সুমন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ৮০ বার পড়া হয়েছে

 

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ

নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য অ্যাড. ওমর ফারুক সুমন তার নির্বাচনী এলাকা রাণীনগর ও আত্রাই উপজেলার পথে প্রান্তরে ঘুরে ঘুরে ঈদ পরবর্তি শুভেচ্ছা বিনিময় করেছেন। ঈদুল আযহার দিনের বিকেল থেকে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত দুই উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে ভ্যান, অটোচার্জার, সিএনজি চালকসহ বিভিন্ন পেশাজীবী মানুষ ও পথচারীদের সঙ্গে ঈদ পরবর্তি শুভেচ্ছা বিনিময় প্রদান কার্যক্রম অব্যাহত রেখেছেন।
বৃহস্পতিবার (২০ জুন) সংসদ সদস্য অ্যাড. ওমর ফারুক সুমন সকাল থেকেই রাণীনগর উপজেলার বিজয়ের মোড়, রেলগেইট, উপজেলা গোলচত্বরসহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ, পথচারী, স্থানীয় বাসিন্দা ও দোকানীদের সঙ্গে ঈদ পরবর্তি শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময় কালে এমপি সুমন বলেন, একজন এমপি কখনোও জনগণের উর্ধ্বে নয়। প্রতিটি মানুষই চায় একজন এমপি সঙ্গে কুশল বিনিময় করুক। আর সেই সুযোগ আসে দুটি ঈদ। হাসি মাখা কথা দিয়ে খুব সহজেই একজন মানুষের হৃদয় জয় করা সম্ভব। তাই সেই সুযোগে আমিও চেষ্টা করছি সকল শ্রেণিপেশার মানুষের সঙ্গে ঈদ পরবর্তি শুভেচ্ছা বিনিময় করতে। আগামীতেও এমন কর্মকান্ড অব্যাহত থাকবে বলে জানান তিনি। এসময় তার সঙ্গে ছিলেন, সদর ইউপির সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান পিন্টু,শ্রমিকলীগ নেতা রুস্তম আলী মন্ডল, যুবলীগ নেতা মিল্টন খন্দকার, নয়ন খাঁন, মামুন হোসেন, মীর মোয়াজ্জেম হোসেন লিটন, স্বেচ্ছাসেবক লীগনেতা খন্দকার মালেক প্রমুখ। এছাড়া উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সংসদ সদস্যের সঙ্গে ছিলেন। পরে তিনি উপজেলার কাটরাশইন গ্রামের হিন্দু সম্প্রদায়ের হরিবাসর অনুষ্ঠানে যোগদান করে শুভেচ্ছা বিনিময় করেন।
এর আগে, বুধবার এমপি সুমনের জন্মস্থান আত্রাই উপজেলার রসুলপুর গ্রামে দুই উপজেলার দলীয় নেতাকর্মী, সমর্থকদের সঙ্গে ঈদ পরবর্তি শুভেচ্ছা বিনিময় শেষে মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন। তার এমন ব্যতিক্রমী কর্মকাণ্ড আগামীতে কাজ করতে নেতাকর্মীদের মাঝে নতুন করে উৎসাহের সঞ্চার করবে বলে মনে করছেন উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি