মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরা:
২১জুন ২০২৪ খ্রিষ্টাব্দ তারিখে ভোমরা পুলিশ ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও সিনিয়র সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অর্থ মন্ত্রণালয় জনাব আবু হেনা মোঃ রহমাতুল মুনিম। তিনি চেকপোস্টে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী। এর আগে তিনি ভোমরা কাস্টমস কমপ্লেক্সের শুভ উদ্বোধন করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির, ফারজানা আফরোজ সদস্য, জাতীয় রাজস্ব বোর্ড, এনামুল হক, উপ-কমিশনার, ভোমরা কাস্টমস স্টেশনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সিএন্ডএফ এর নেতৃবৃন্দ, সুধিবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ।