জেনিফ নান্দাইল উপজেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহ নান্দাইলে পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল আব্দুস সালাম এমপি অটোরিকশায় চড়ে এলাকা ঘুরে সাধারণ মানুষের খোঁজ খবর নেন।
শুক্রবার সকাল ১০ টার দিকে নান্দাইল মুশুল্লী ও সিংরইল ইউনিয়নের কাঁচা রাস্তা দেখতে গিয়ে তিনি অটোরিকশায় চড়ে এলাকা ঘুরে সাধারণ মানুষের খোঁজ খবর নেন। মাননীয় পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল আব্দুস সালাম এমপিকে একনজর দেখার জন্য রাস্তার দুই পাশে জড়ো হয় এলাকার শতশত মানুষ। তারা পরিকল্পনা মন্ত্রীকে সালাম ও শুভেচ্ছা জানান।
মাননীয় পরিকল্পনা মন্ত্রী মেজর জেনারেল আব্দুস সালাম এমপি মহোদয়কে কাছে পেয়ে মুশুল্লী ও সিংরইল দুই ইউনিয়নের সাধারণ মানুষসহ মহিলারা তাদের সুবিধা, অসুবিধার কথা ব্যক্ত করেছেন।মন্ত্রী দুই ইউনিয়নের গোটা এলাকার সাধারণ মানুষদের ব্যাপক সাড়া পেয়েছেন।
মুশুল্লী ইউনিয়নের গ্রামের একজন চা বিক্রেতা নজরুল ইসলাম বলেন, পরিকল্পনা মন্ত্রী মেজর জেনারেল আব্দুস সালাম সাহেব আমাদের এলাকার মানুষের খোঁজ খবর নেওয়াতে সাধারণ মানুষ খুব খুশি। এ যুগে নেতাদেরকে তো খুঁজে পাওয়া কঠিন।
মাননীয় পরিকল্পনা মন্ত্রী মেজর জেনারেল আব্দুস সালাম এমপি মহোদয় বলেন এলাকার সাধারণ মানুষের কাছে গেলে তাদের মনের কথা শোনা যায়। তারা নানা সমস্যার কথা বলতে পারে।