1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
অভিযান চালিয়ে ২০টি ঢাল উদ্ধার - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১০:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঝিনাইগাতীতে উপবৃত্তির টাকা হাতিয়ে নিচ্ছেন ইউপি সচিব, ইউএনও’র বরাবর অভিযোগ ডুমুরিয়ায় মৎস্য সপ্তাহ উপলক্ষে শ্রেষ্ঠ পুরস্কার পেলেন ক্লাস্টার লিডার সাংবাদিক শেখ মাহতাব হোসেন খুলনা-সাতক্ষীরা মহাসড়কের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন পটুয়াখালী ভার্সিটিতে, বাহার বিবৃতিকে প্রত্যাখান করে মশাল মিছিল ও মোমবাতি প্রজ্বলন রাজশাহীতে সোনালী লাইফ ইন্সুরেন্স শাখার উদ্বোধন খুলনা বিশ্ববিদ্যালয়ে ল্যাবরেটরি ম্যানেজমেন্ট এন্ড সেফটি শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত খেলোয়াড়দের উন্নয়নে পানছড়িতে স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সামগ্রী বিতরণ দুর্ঘটনার মুখোশে হত্যা এমন অভিযোগ পরিবারে টাকার অভাবে চিকিৎসা পাচ্ছে না ছয় বছরের রিয়াজুল জলঢাকায় স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বর্ষ পালন

অভিযান চালিয়ে ২০টি ঢাল উদ্ধার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২২ জুন, ২০২৪
  • ৭৮ বার পড়া হয়েছে

 

সালথা,( ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের সালথায় অভিযান চালিয়ে ২০টি নতুন ঢাল উদ্ধার করেছে পুলিশ। এসব ঢাল সহিংসতার সময় নিজেদের আত্মরক্ষার জন্য ব্যবহার করে থাকেন সংঘর্ষকারীরা।

শুক্রবার বার (২১ জুন) সন্ধ্যায় উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড় খারদিয়া শেখপাড়া গ্রামের আমেরিকা প্রবাসী মো. আবু বক্কর মাতুব্বরের নবনির্মিত ভবনের ভেতর থেকে এসব ঢাল উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। এমনকি মামলাও হয়নি।

ঢাল উদ্ধারের সত্যতা নিশ্চিত করে সালথা থানার (ওসি) মোহাম্মাদ ফায়েজুর রহমান বলেন, সংঘর্ষে ব্যবহার করার জন্য বড় খারদিয়া গ্রামের একটি বাড়িতে এসব ঢাল তৈরি করা হচ্ছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে ২০টি প্লেনসিটের নতুন ঢাল ও কাঠের হাতুল উদ্ধার করা হয়। এ সময় ওই বাড়িতে কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা মামলা হয়নি।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল-নগরকান্দা) মো. আসাদুজ্জামান শাকিল বলেন, দেশীয় অস্ত্র উদ্ধারের সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া না গেলে অনুমান করে কারো বিরুদ্ধে মামলা দেওয়া ঠিক হবে না। কারা ওই ঢালগুলো তৈরি করছে, তার সঠিক তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।

তাই কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে ওই বাড়ির দারোয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। সে এ ঘটনায় জড়িত নয় বলে জানিয়েছেন। তাই আমরা বিষয়টি তদন্ত করছি। এসব ঢাল তৈরির সঙ্গে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি