জামাল উদ্দীন -নিজস্ব প্রতিবেদক কক্সবাজার
কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে আনোয়ার (৩০) নামে এক রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন হয়েছে। শনিবার সন্ধ্যার দিকে টেকনাফের হোয়াইক্যং লম্বাবিল এলাকার পুর্বে মিয়ানমারের সীমান্তের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। আহত রোহিঙ্গা আনোয়ার ১০নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তার অবস্থা আশঙ্কাজনক হাওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে ঘটনা সম্পর্কে আইন শৃংখলা বাহিনী অবহিত নন বলে জানা গেছে।
টেকনাফ হোয়াইকং পুলিশ ফাঁড়ির আইসি (উপ-পরিদর্শক) শাহাদত সিরাজী বলেন, ‘আমিও বিষয়টি মানুষের মাধ্যমে শুনেছি। কিন্তু সঠিক তথ্য পাচ্ছিনা। বিজিবির সঙ্গেও যোগাযোগ করেছি। কিন্তু তারাও কিছু জানেনা’।
আহত রোহিঙ্গা যুবক আনোয়ার বলেন, ‘আমি নাফ নদীতে মাছ শিকারে গিয়ে মিয়ানমারের ভেতরে ঢুকতে চেয়েছিলাম। সীমান্ত পিলারে পা দিতেই বিকট শব্দ হয়। এসময় আমি অজ্ঞান হয়ে পড়ি। পরে জ্ঞান ফিরলে দেখি আমার বাম পা নেই’। এদিকে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক আহত হওয়ার ঘটনা সীমান্তের কোন প্রশাসন না জানলেও জেনেছেন কক্সবাজার সদর হাসপাতালের ডাক্তারা।
এব্যাপারে কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশিকুর রহমান বলেন, ‘মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবকের বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা তাকে চিকিৎসা দিচ্ছি। তার অবস্থা আশঙ্কাজনক’। তিনি আরো জানান তাকে রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাস পাতালে রেফার করা হয়েছে। সে গতকাল শনিবার দিবাগত রাত ৮ টার দিকে টেকনাফের হোয়াইক্যং সীমান্ত থেকেএসেছে বলে জানিয়েছেন।