সুনামগঞ্জ প্রতিনিধি
শফিকুল ইসলাম স্বাধীন
সুনামগঞ্জে তাহিরপুর উপজেলায় কয়েকদিনের টানা বর্ষন ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় আক্রান্ত হয়েছে।
একাধিক গ্রামীণ সড়ক ও জেলা শহরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে কিছু হাটবাজার এবং বাড়িঘরে বন্যার পানি প্রবেশ করে।
বন্যা আক্রান্ত এলাকায় চরম দূর্যোগ মানবিকদিক বিবেচনায় স্পিড বুট জুগে বানবাসী মানুষের খোঁজখবর নেন।
(২৩ই জুন রবিবার) বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ( প্রাই ৮০০ পরিবার) কে ১০ কেজি করে চাউল বিতরণ করেন।
৩নং দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী এম ইউনুছ আলী, এসময় টেক অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন, আশীষ আচার্য উপজেলা সমবায় অফিসার,তাহিরপুর।
আরো উপস্থিত ছিলেন, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী বাসির মিয়া, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন, আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল সরকার।
(৬টি) স্থানে বিতরণ করা হয়, হাজী এম এজাহের উচ্চ বিদ্যালয়, কাউকান্দি ইউনিয়ন পরিষদ, বড়দল, ঠাকা টুকিয়া, রসুলপুর, কোকুর কান্দি।
এ সময় প্রত্যেক ওয়ার্ডের ইউপি সদস্যা ও সদস্য উপস্থিত ছিলেন,রাজনা আক্তার সিমা, রহিমা খাতুন,রুউশনারা বেগম।
সদস্য মাহবুব আলম, ইয়াকুব হোসেন, আবু মিয়া, রুপন মিয়া,শামসুল আলম জুয়েল আহমেদ, সামায়ন কবির, জহুর মিয়া, হারুন মিয়া।
অন্যদের মধ্যে, ডা: গফুর মিয়া, শাহা-আলম,নাসির হুসাইন, তাদির ইসলাম, রহমত আলী প্রমুখ।