স্টাফ রিপোর্টার::
সুনামঞ্জে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় তাহিরপুর উপজেলার টাঙ্গুয়া হাওর সহ পর্যটন স্পটগুলো সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয়েছে। গতকাল (রবিবার) দুপুরে তাহিরপুর উপজেলার নির্বাহী অফিসার সালমা পারভীন পর্যটকদের দেয়া নিষেধাজ্ঞাটি প্রত্যাহার করেছেন। এর আগে ১৮ জুন বিকালে তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর, শহীদ সিরাজ লেক (নিলাদ্রী লেক), বারেকটিলা, শিমুল বাগান সহ বিভিন্ন পর্যটন স্পটে বন্যা পরিস্থিতিজনিত কারণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বন্ধ ঘোষণা করা হয়।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সালমা পারভীন বিষয়টি নিশ্চিত করে বলেন, সুনামগঞ্জ জেলায় বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় তাহিরপুর উপজেলার পর্যটন স্পটগুলো সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয়েছে।