1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
শেরপুরে ট্রাক, সিএনজি, অটোরিক্সা থেকে অবৈধভাবে চাঁদা উত্তোলনের দায়ে চাঁদাবাজির মূল হোতাসহ গ্রেফতার ৮ - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ১২:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১ দিনাজপুরে শেষ হলো পাঁচদিস ব্যাপী বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বইমেলা হাটহাজারীতে শাহ আনোয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা প্রধান ষড়যন্ত্রমূলক, ভিত্তিহীন, সংবাদের প্রতিবাদ  পটুয়াখালী ভার্সিটি প্রতিনিধি ও বাংলাদেশ প্রাণিসম্পদ সেক্টরের বিভিন্ন স্টেকহোল্ডারের সাথে মতবিনিময় তেরখাদা উপজেলা আইন শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নরসিংদীর মনোহরদীতে খিদিরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিপ্লব গ্রেপ্তার প্রকৌশল শিক্ষার্থীদের উপর পুলিশের  হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে আবারও ১০ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ ঝিনাইগাতীতে অসুস্থ চেয়ারম্যান রুকনুজ্জামানের সাথে বিএনপি নেতা লুৎফর রহমানের সৌজন্যে সাক্ষাৎ

শেরপুরে ট্রাক, সিএনজি, অটোরিক্সা থেকে অবৈধভাবে চাঁদা উত্তোলনের দায়ে চাঁদাবাজির মূল হোতাসহ গ্রেফতার ৮

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ৮০ বার পড়া হয়েছে

 

আল-আমিন স্টাফ রিপোর্টার: সড়ক ও মহাসড়কে পণ্যবাহী ট্রাক, সিএনজি, অটোরিক্সা থেকে অবৈধভাবে চাঁদা উত্তোলনের সময় চাঁদাবাজির মূল হোতাসহ হাতেনাতে ৮ জন চাঁদাবাজকে এবং চাঁদাবাজির ৩৫ হাজার ৪১ টাকা ও বিভিন্ন আলামত উদ্ধারসহ শেরপুর জেলা শহরের এমএস সামাদ সিএনজি ষ্ট্যান্ড সংলগ্ন পাঁকা রাস্তার উপর থেকে চাঁদাবাজদেরকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর।

জানা গেছে, সাম্প্রতিক সময়ে পণ্যবাহী পরিবহনে চাঁদাবাজির বিষয়টি ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হওয়ায় দেশব্যাপী আলোচিত হচ্ছে। উক্ত জনদূর্ভোগ দূর করার লক্ষ্যে র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী জামালপুর ও শেরপুরসহ সারাদেশে র‌্যাবের বিভিন্ন ইউনিটের গোয়েন্দা দল তাদের নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন স্থানের চাঁদাবাজির তথ্য উদঘাটনের জন্য কাজ শুরু করে। এরই প্রেক্ষিতে দেশের বিভিন্ন অঞ্চলের উৎপাদনকারীদের নিকট হতে পন্য সামগ্রী সংগ্রহ পূর্বক ট্রাক/পণ্যবাহী যানবাহনে পাইকারী ও খুচরা বাজারে পৌছানোর সময় পথিমধ্যে নামে বে-নামে ভূয়া রশিদ অথবা কখনো কৌশলে বিভিন্ন ব্যক্তি/প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে বিপুল পরিমান অর্থ চাঁদাবাজি করা হয়।

এরই ধারাবাহিকতায় অধিনায়ক র‌্যাব-১৪, ময়মনসিংহ নির্দেশক্রমে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুরের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে শেরপুর জেলা শহরের এমএস সামাদ সিএনজি ষ্ট্যান্ড সংলগ্ন পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ পণ্যবাহী গাড়ি/সিএনজি/অটোরিক্সাতে চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য সর্বমোট ৮ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো ১। মোঃ মোশারফ হোসেন (৩৮), পিতা-মজিবুর রহমান, সাং- পূর্ব নবীনগর, ২। মোঃ আল আমিন (৩৭), পিতা-মোঃ আঃ সাত্তার, সাং-দক্ষিণ নবীনগর, ৩। মোঃ আতিকুর হক (৩৯), পিতা-মোঃ আজিজুল হক, সাং-উত্তর নবীনগর, ৪। মোঃ তারা মিয়া (৪০), পিতা-মৃত তমির হাজী, সাং- তারাকান্দি, ৫। মোঃ আল আমীন সরকার (৩৮), পিতা-মোঃ আমিনুল হক, সাং-নবীনগর, ৬। মোঃ মানিক মিয়া (৫৫), পিতা-মৃত আফছার আলী, সাং- দক্ষিণ নবীনগর, ৭। মোঃ সাদ্দাম হোসেন (৩১), পিতা-মৃত নূর ইসলাম, সাং-বয়রা পরানপুর, ৮। মোঃ আতাউর কবির @ এনামুল (৩৮), পিতা-মোঃ আজাহার আলী, সাং-চক পাঠক, সর্ব থানা-শেরপুর সদর, জেলা-শেরপুর। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় চাঁদা আদায়ের নগদ ৩৫ হাজার ৪১ টাকা, ৯ টি মোবাইল, চাঁদাবাজির টাকা হিসাব নিকাশের ২টি টালি খাতা এবং বিপুল পরিমান চাঁদা আদায়ের রশিদ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা উক্ত চাঁদাবাজির সাথে তাদের সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে। তারা শেরপুর জেলা শহরের এমএস সামাদ সিএনজি ষ্ট্যান্ড সংলগ্ন পাঁকা রাস্তার উপর সড়ক ও মহাসড়কে পণ্যবাহী গাড়ি/সিএনজি/অটোরিক্সাতে চাঁদাবাজি করে। গ্রেফতারকৃতরা কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিদিন রাস্তার উপর অবস্থান নেয়। দেশের বিভিন্ন স্থান হতে পণ্যবাহী যানবাহন শেরপুর হতে নকলা ও নালিতাবাড়ী প্রবেশের সময় তারা লেজার লাইট, লাঠি ও বিভিন্ন সংকেতের মাধ্যমে গাড়ি থামিয়ে ড্রাইভারদের নিকট অবৈধভাবে চাঁদা আদায় করে থাকে। কিছু কিছু ক্ষেত্রে তারা চাঁদা আদায়ের রশিদও প্রদান করে থাকে। ড্রাইভাররা তাদের চাঁদা দিতে অস্বীকার করলে তাদের গাড়ি ভাংচুর, ড্রাইভার-হেলপারকে মারধর সহ প্রাণনাশের হুমকি প্রদান করে। পণ্যবাহী কোন গাড়ি দেখলেই তারা লেজার লাইটের আলো নিক্ষেপ করে তা থামিয়ে কৌশলে বিভিন্ন অজুহাতে চাঁদা আদায় করে থাকে। উক্ত চক্র শেরপুর জেলা শহরের এমএস সামাদ সিএনজি ষ্ট্যান্ড সংলগ্ন পাঁকা রাস্তার উপর প্রতি রাতে পণ্যবাহী গাড়ি/সিএনজি/অটোরিক্সাতে চালকদের নিকট হতে লক্ষাধিক টাকা চাঁদা আদায় করে থাকে বলে জানা যায়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি