পঞ্চগ ড় জেলা প্রতিনিধি :খাদেমুল ইসলাম!
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভাঙারির দোকান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি মর্টারশেল উদ্ধার করা হয়েছে। রোববার (২৩ জুন) দুপুরে উপজেলার বাংলাবান্ধা বাজারের ওই দোকান থেকে মর্টারশেলটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে এক নারী শ্রমিক পাথরের সাইটে পরিত্যক্ত অবস্থায় মর্টারশেলটি কুড়িয়ে পান। পরে সেটি ভারি লোহা মনে করে আল আমিনের ভাঙারির দোকানের সামনে নিয়ে আসেন। এ সময় ভাঙারি দোকানদার আলম সেটি কেজি দরে কিনে নেন। পরে লোকজন সেটি মর্টারশেল বলে চিনতে পেরে স্থানীয় ইউপি সদস্যকে জানান। পরে ইউপি সদস্য বিজিবি ও থানা পুলিশে খবর দেন।
ভাঙারির দোকানদার আলম বলেন, সাইটে কাজ করা এক নারী সেটি কুড়িয়ে পেয়ে আমার কাছে কেজি দরে বিক্রি করেন। আমি সেটা ১৫০ টাকায় কিনে নিই। পরে জিনিসটি মর্টারশেল চিনতে পেরে ইউপি বুলবুল বিজিবিকে জানান। এর আগেও দুবার এ ধরনের মর্টারশেল উদ্ধার হওয়ার পর নিষ্ক্রিয় করা হয়েছিল। এজন্যই সহজে চিনতে পেরেছি।
এ বিষয়ে ওসি সুজয় কুমার রায় বলেন, মর্টারশেলটি বালুভর্তি বস্তায় নিয়ে সংরক্ষিত স্থানে রেখেছি। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল টিমকে মৌখিকভাবে জানানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি ভারত-ভুটান থেকে পাথরের সঙ্গে আসতে পারে। এর আগে দুবার একই ইউনিয়নে পাথরের এলাকা থেকে দুটি পরিত্যক্ত মর্টারশেল উদ্ধার করা হয়েছিল।