চয়ন কুমার রায়
লালমনিরহাট জেলা প্রতিনিধি
পুলিশ সুপার লালমনিরহাট এর দিক নির্দেশনায়, হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সাইফুল ইসলাম এর নের্তৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব নির্মল চন্দ্র মহন্ত, এসআই/আনোয়ারুল ইসলাম, এএসআই/মোঃ রফিকুল ইসলাম এএসআই/মোঃ আবু সাঈদ, কনস্টেবল/১৯৯ মোঃ এছাহাক আলী, কনস্টেবল/৫৩৪ মোঃ আরমান আলী, কনস্টেবল/৩৮১ মোঃ বদিউজ্জামান, কনস্টেবল/৫১১ মোঃ আবেদুল ইসলাম, ড্রাইভার কনস্টেবল/৫২২ মোঃ হাসান আলী দোয়ানী পুলিশ ক্যাম্পে কর্মরত এএসআই/ মোঃ লুৎফর রহমান, এএসআই(সঃ)/১৩৩মোঃ আশরাফ আলী, কনস্টেবল/৩৩৫ মোঃ আবু সায়েম, কনস্টেবল/৫০১ মোঃ ছাইফুল ইসলাম, কনস্টেবল/৭৫৭ মোঃ মাইদুল ইসলামগন গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার গড্ডিমারী ইউনিয়নের দোয়ানী পিত্তিফাটা গ্রামস্থ আসামী মোঃ সেলিম ইসলাম ওরফে বিপুল (২৪) এর বসতবাড়ীর পূর্ব দুয়ারী টিনের শয়ন ঘরের ভিতর শোয়ার খাটের নিচে অভিযান পরিচালনা করিয়া ২৩/০৬/২০২৪ খ্রিঃ তারিখ দুপুর ১৩.৪৫ ঘটিকার সময় গ্রেফতারকৃত আসামী ১। মোঃ সেলিম ইসলাম ওরফে বিপুল (২৪) পিতা-মোঃ রফিকুল ইসলাম, মাতা-মোছাঃ আম্বিয়া বেগম সাং-দোয়ানী পিত্তিফাটা ০২নং ওয়ার্ড, থানা-হাতীবান্ধা জেলা-লালমনিরহাট এর দেখানো ও তার নিজ হাতে বাহির করিয়া দেওয়া মতে ০৭ (সাত) টি সাদা প্লাষ্টিকের বস্তায় রক্ষিত মোট (১০০+১০০+১০০+১০০+১০০+১০০+ ৮০)=৬৮০(ছয়শত আশি) বোতল কোডিনযুক্ত কথিত মাদকদ্রব্য ভারতীয় ফেন্সিডিল উক্ত আসামীকে হাতেনাতে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে হাতীবান্ধা থানার মামলা নাম্বার-৩৪ তারিখ, ২৩/০৬/২৪ খ্রী, ধারা: ৩৬(১) সারনির ১৪(গ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ রুজু করে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি অব্যাহত আছে।