মো:মেহেদী হাসান ফুয়াদ
দিনাজপুর জেলা প্রতিনিধি
২৪ জুন সোমবার মাতাসাগর লালুপাড়া পালকীয় কেন্দ্র মিলনায়তনে দিনাজপুর এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে ওয়ার্ল্ড ভিশনের সেবা প্রসারিত করার লক্ষ্যে ৩টি ইউনিয়নে এবং পুরাতন ২টি ইউনিয়নে কর্ম এলাকা বৃদ্ধির লক্ষ্যে তাদের প্রতিনিধিদের নিয়ে কমিউনিটি পরামর্শ ও পর্যালোচনা সভা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ গোলাম কিবরিয়া বলেন, শিশুদের যেসব মৌলিক চাহিদা রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো শিশুর পুষ্টিযুক্ত খাদ্য। সে ব্যাপারে ডিম ও দুধের বিকল্প নেই। এতে শিশুর মেধার বিকাশ ঘটবে, ঠিক তেমনি জাতি পাবে মেধাযুক্ত নাগরিক। শুভেচ্ছা বক্তব্য রাখেন টিপি স্পেশালিস্ট (লাইভলি হুড) কাজল কুমার দে, স্পেশালিস্ট (শিক্ষা ও শিশু সুরক্ষা) জন পল স্কু ও সাংবাদিক কাশী কুমার দাস। এসময় দিনাজপুর এপি’র প্রোগাম অফিসার সারামিকা হালদার, দিনো দাসসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রোগ্রাম অফিসার যোহন মুর্মু। দিনাজপুর সদর উপজেলার ৩টি ইউনিয়ন উথরাইল, ফাজিলপুর ও সুন্দরবন এবং সেইসাথে আরও ২টি পুরাতন ইউনিয়ন আউলিয়াপুর ও শশরা ইউনিয়নের আরও বেশ কিছু গ্রাম নিয়ে কর্মএলাকা বৃদ্ধি করার লক্ষ্যে উক্ত এলাকার প্রতিনিধিরা প্রাথমিকভাবে শিশু শ্রম, দারিদ্রতা, অভিভাবকদের অজ্ঞতা, মাদক, অস্থিরতা, সামাজিক ও মানসিক নির্যাতন বন্ধ ও বাল্য বিবাহ প্রতিরোধের বিষয় পর্যালোচনা সভায় উত্থাপন করলে উক্ত এলাকায় কিভাবে কাজ করা যায় তা আলোচনা হয়। বক্তারা আরও বলেন, আমরা শিশুদের নিয়ে এবং অভিভাবকদের নিয়ে কাজ করছি। তবে আমাদের মূল উদ্দেশ্যে হলো শিশুদের স্বপ্ন ঘিরে। ২০২৫ সালে নতুন কর্ম এলাকায় সু-শিক্ষা, শিশুদের অধিকার সংরক্ষন এবং শিশু বান্ধব পরিবেশে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা।