মোঃ মেহেদী হাসান স্টার্ফ রিপোর্টারঃ
গাইবান্ধা ৪ গোবিন্দগঞ্জ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ স্বল্প হায়াত নিয়ে মানুষ দুনিয়াতে আসে। ৭০ বছর বা তার চেয়েও একটু বেশি বা কম বয়সে মানুষকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়।
আমাদের উচিত এই স্বল্প সময়কে কাজে লাগানো। সময়ের সঠিক ব্যবহার ও আত্মশুদ্ধির মাধ্যমে সমাজ ও দেশকে পরিবর্তন করা সম্ভব।
সোমবার (২৪ জুন) দুপুরে গোবিন্দগঞ্জ সরকারি কলেজ’র ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বরণ ও বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য বরণ বিদায়ী শিক্ষার্থীর উদ্দেশ্যে আরও বলেন, এসএসসি থেকে এইচএসসি পরীক্ষা পর্যন্ত যারা পড়াশুনায় মনযোগী হয় তারাই সমাজ ও দেশকে ভাল কিছু উপহার দিতে সক্ষম হয়। পাশাপাশি খেলাধূলা ও অন্যান্য সামাজিক মূলক কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে মনন ও চিন্তা শক্তি বিকশিত হয়।ছাত্রজীবনের গুরুত্বপূর্ণ সময়কে কাজে লাগিয়ে নিজেকে পরিবর্তন করে পরিবার, সমাজ ও দেশের উন্নয়নে ভূমিক রাখার আহ্বান জানান তিনি।
গোবিন্দগঞ্জ সরকারি কলেজ’র অধ্যক্ষ বশির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র জননেতা মুকিতুর রহমান রাফি,গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা শাকিল আকন্দ বুলবুল।
পদার্থ বিভাগের প্রভাষক সোহেল রানা ও ইংরেজি বিভাগের প্রভাষক নূর হোসেন সিদ্দিকের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জননেতা এমএ মতিন মোল্লা,মহিলা ভাইস চেয়ারম্যান পাপিয়া রায় পাখি, প্রস্তুতি কমিটির আহবায়ক প্রভাষক নূর হেসেন নান্নু,প্রভাষক অন্নদাশঙ্কর রায়,প্রভাষক কাশফিয়া আজাদ অভি, কামারদহ ইউপির চেয়ারম্যান তৌকির হাসান রচি, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো: কামরুল হাসান ফাহিয়ান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক আসাদুজ্জামান হীরু,সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফরহাদ হেসেন, মোহাম্মদ বাবুলসহ বিভিন্ন বিভাগের প্রভাষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন তাহমিনা আক্তার স্মৃতি।অনুষ্ঠানের শুরুতেই দোয়া পরিচালনা করেন কলেজ’র অর্নাস বাংলা বিভাগের ২য় বর্ষের ছাত্র মো:তামিম সরদার।