আজ ২৪ শে জুন সোমবার, ঠিক বিকেল পাঁচটায়, শরৎ বোস রোডের সংযোগস্থলে, হিন্দুস্তান ক্লাবে, পুরস্কার বিজয়ী পরিচালক অশোক বিশ্বনাথন এর একটি নতুন চলচ্চিত্র হেমন্তের অপরাহ্ন-র আজ ট্রেলার লঞ্চ করলো, ট্রেলার লঞ্চে কোলাকুশলী ছাড়াও, অগণিত সিনেমা প্রেমী ও অভিনেতা ও অভিনেত্রীরা উপস্থিত ছিলেন। হেমন্তের অপরাহ্ন চলচ্চিত্র টি কাস্ট এবং ক্রু দ্বারা উন্মোচন করা হয়।
যে ছবিটি প্রেম ক্ষতি এবং শিল্পের বিবর্তনের মাধ্যমে দর্শকদের একটি মর্মান্তিক যাত্রায় নিয়ে যায়, যে ছবিটি কোভিড মহামারী চলাকালীন, জীবনের অনিশ্চয়তা ,ইউক্রেন এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে উদ্বেগ সহ বিশ্বে ঘটে চলা সমসাময়িক সময়ের একটি গতিশীল এবং নাটকীয় অনুসন্ধান বলে ।
উপস্থিত ছিলেন পরিচালক শ্রী অশোক বিশ্বনাথন, প্রযোজক অমিত আগরওয়াল, এবং অভিনয়ে, অনুশা বিশ্বনাথন, ঋতব্রত মুখোপাধ্যায় এবং কেন্দ্রীয় ভূমিকায় রয়েছেন সত্য প্রিয় মুখোপাধ্যায়, বলিষ্ঠ পার্শ্ব চরিত্রে রয়েছেন বিদীপ্তা চক্রবর্তী, ছবিতে লৌকিক গানের সুর করেছেন গৌরব চ্যাটার্জী, সিনেমাটোগ্রাফি করেছেন জয়দীপ ভৌমিক এবং সম্পাদনা করেছেন জাতীয় পুরস্কার বিজয়ী অর্ঘ্য কমল মিত্র।
আদর্শ টেলিমিডিয়া এবং এভি প্রোডাকশনের পক্ষে অমিত আগরওয়াল এবং অশোক বিশ্বনাথন প্রযোজনা করেছেন, ছবিটি ১২ জুলাই বিভিন্ন প্রেক্ষাগে মুক্তি পাবে বলে জানান।
পরিচালক শ্রী অশোক বিশ্বনাথন হেমন্তের অপরাহ্ন ছবিটি নিয়ে কথা বলতে গিয়ে মিডিয়ার সামনে বলেছেন, এই চলচ্চিত্রে এমন একটি বর্ণনা রয়েছে ,যা আপনাকে অবসরের পরের জীবন এবং মৃত্যুর পরে জীবন, আকাঙ্ক্ষা এবং হতাশ , সমাজের পরিবর্তনের মধ্যেও কিভাবে বেঁচে আছে সে সম্পর্কিত প্রশ্নগুলির সাথে ভাবায়, ছবিটির পটভূমিতে লকডাউন এবং ইউক্রেন তথা গাঁজায় যুদ্ধের ভয়ংকর ফলাফল সম্পর্কে বলা হয়েছে।
অভিনেত্রী অনুশা বিশ্বনাথন বলেন ,হেমন্তের অপরাহ্ন, মানুষের আবেগ এবং সম্পর্কে হৃদয়গ্রাহী অন্বেষণ এবং আমি এই অসাধারণ ছবিতে আমার চরিত্রটিকে প্রাণবন্ত করতে পেরে সম্মানিত।।
প্রযোজক অমিত আগরওয়াল জানান, এর আগে এম এস ধোনি দ্য আনটোল্ড স্টোরি এবং কঙ্গনা রানাউন্ড অভিনীত সিমরান এর মতো চলচ্চিত্র নির্মাণ করেছেন, তিনি প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষ পরিচালিত রাহুগীর নামে একটি ছবিও প্রযোজনা করেছেন ,যা এখনো মুক্তি পায়নি, হেমন্তের অপরাহ্ন, এর সঙ্গে তিনি আর্থিকভাবে জড়িয়ে গেছেন এবং তিনি রোমাঞ্চিত যে তিনি আবারও একটি ভিন্ন ধরনের চলচ্চিত্র বাঙালি দর্শকদের উপস্থাপন করছেন, তিনি বিশ্বাস করেন ,এটি দর্শকদের ও পছন্দ হবে,
তবে এই ছবিতে যারা অভিনয় করেছেন, সকলেই একটি কথাই বললেন, আমরা চেষ্টা করেছি অভিনয় করে তুলে ধরার চরিত্রগুলি ছবিটিতে, অতি অবশ্যই ১২ ই জুলাই মুক্তি পেলে পেক্ষাগৃহে , সিনেমা প্রেমী ও নাট্য প্রেমী দর্শকরা দেখে বিচার করবেন, ছবিটি কেমন লাগলো, অন্য স্বাদের অন্য ধরনের একটি ছবি, অভিনয়ের মধ্য দিয়ে তুলে ধরেছি। আশা করছি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে।
রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা