ঠাকুরগাঁও প্রতিনিধি :
গত ২৪/০৬/২০২৪ খ্রি. ঠাকুরগাঁও জেলার পুলিশ কর্তৃক মাদক উদ্ধারসহ ০৪ জন মাদকব্যবসায়ী গ্রেফতার করা হয়।
হরিপুর থানা পুলিশ কর্তৃক উক্ত থানাধীন ০৩ নং বকুয়া ইউপির অন্তর্গত বকুয়া বটতলী হইতে ডাঙ্গীপাড়ায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে শুকনো গাঁজা উদ্ধারসহ আসামী মোঃ আজিজুল হক ওরফে আইজুল (৩৫), সাং- নন্দগাঁও (মুন্সিপাড়া), থানা- হরিপুর, জেলা -ঠাকুরগাঁওকে গ্রেফতার করা হয়।
ঠাকুরগাঁও সদর থানা পুলিশ কর্তৃক উক্ত থানাধীন ১২ নং সালন্দর ইউপির ০৯ নং ওয়ার্ডের অন্তর্গত আরাজী শিংপাড়া গ্রামস্থ কালিতলা বাজারের পশ্চিমে জনৈক আব্দুল বারেকের ‘স’ মিলের বিপরীত পার্শ্বে কবরস্থান সংলগ্ন ঠাকুরগাঁও হইতে গড়েয়া গামী পাকা রাস্তার পার্শ্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৪৭ পিচ ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধারসহ ১। মোঃ মনির হোসেন (২৭), সাং-সালান্দর আরাজী কৃষ্ণপুর, থানা- ঠাকুরগাঁও সদর, জেলা -ঠাকুরগাঁও ২. মোঃ বিপ্লব (২৮), সাং জগন্নাথপুর (ভাঙ্গাপুল সংলগ্ন), থানা- ঠাকুরগাঁও সদর, জেলা-ঠাকুরগাঁওকে গ্রেফতার করা হয়।
ঠাকুরগাঁও সদর থানা পুলিশ কর্তৃক উক্ত থানাধীন ১২ নং সালন্দর ইউপির অন্তর্গত সালন্দর চৌধুরীর হাট গ্রামস্থ জনৈক মোঃ ফারুকের বাড়ীর পূর্বে এবং মানিকের বাড়ীর দক্ষিণে মানিকের সুপারি বাগান থেকে মাদক উদ্ধারসহ আসামী মোঃ বাবুল (২৪), সাং-মুন্নাপাড়া চৌধুরিহাট, থানা- ঠাকুরগাঁও সদর, জেলা-ঠাকুরগাঁওকে গ্রেফতার করা হয়।