পঞ্চগড় জেলা প্রতিনিধি : খাদেমুল ইসলাম!
তেতুলিয়ায় উপজেলা বাংলাবান্ধা এলাকায় পরিবহনে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন মোঃ জুয়েল (৩০)
নামের এক জুয়েলার্স ব্যবসায়ী। এ সময় তার কাছে থাকা ফোনসহ সোনা গহনা , ২৫ শত টাকা
নিয়ে যায় অজ্ঞান পার্টির সদস্যরা। গতকাল মঙ্গলবার (২৫ জুন) রাতে তাকে উদ্ধার করে তেঁতুলিয়ায় হাসপাতালে নিয়ে আসা হয়।
অজ্ঞান পার্টির খপ্পরে পড়া জুয়েল বলেন, তিনি বগুড়ায় স্বণ্য জুয়েলার্স
ব্যবসা করেন। সিরাজগঞ্জ, উল্লাপাড়া
এলাকা থেকে বগুড়া এলাকায় যাওয়ার সময় বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন।
কেমন তেতুলিয়া আসে তিনি জানাতে পারিনি।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ বিভাগে ১৪ নং ব্যাডে ভর্তি রয়েছেন।
তার কাছে থাকা সোনা গহনাসহ
২৫ হাজার টাকা নিয়ে যায় অজ্ঞান পার্টির সদস্যরা। বাংলাবান্ধা ইউপি গ্রাম পুলিশ মোঃ মামুন জানান,
বাংলাবান্ধা মহা সড়কে এলাকায় পড়েছিলো,
পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।
তিনি আরও জানান, বর্তমানে তার পাকস্থলী পরিষ্কার করে
হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে ব্যবসায়ী অচেতন অবস্থা রয়েছে। তেঁতুলিয়া মডেল থানা পুলিশ ইনচার্জ (পরিদর্শক) সুজয় কুমার
বলেন, অজ্ঞান পার্টির খপ্পরে পড়া থেকে এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।