শ্রীপুর গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে মাওনা উত্তর পাড়া গ্রামে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী খুন
২৬ জুন বুূধবার উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা উত্তর পাড়া বড়বাড়ির আ: ছামাদের বহুতল ভবনের তৃতীয় তলার একটি কক্ষ থেকে স্ত্রী মীম আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ।
পারিবারিক কলহের জেরে স্ত্রী মীম আক্তার (১৮) কে শ্বাসরুদ্ধকরে হত্যা করেছেন স্বামী। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন স্বামী।
নিহত মীম সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার মূলকান্দী ছোটবেড়া খারুয়া গ্রামের ইউসুফ খানের সন্তান । অভিযুক্ত স্বামী টাংগাইল জেলার কালিহাতী থানার সরাতৈল গ্রামের আমিনুলের সন্তান ।
নিহত মীম স্বামীর সাথে গত তিন মাস যাবৎ আঃ ছামাদের বহুতল ভবনের তৃতীয় তলায় ভাড়া রয়েছেন । অভিযুক্ত স্বামী আঃ সামাদের বাসায় ভাড়া থেকে মাওনা এলাকার সাদ গ্রুপের একটি কারখানায় চাকরি করতেন ।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আকবর আলী খান বলেন তদন্তে সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে