পঞ্চগড় জেলা প্রতিনিধি :খাদেমুল ইসলাম!
পঞ্চগড় জেলায় “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৪” এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
বুধবার ২৬জুন বিকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ও পঞ্চগড় জেলা প্রশাসন ও ক্রীড়া অফিস, এর আয়োজনে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৪” এর পুরস্কার বিতরণী হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলার জেলা প্রশাসক, মোঃ জহুরুল ইসলাম।
বিশষ অতিথি হিসেবে পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা পিপিএম-বার।
পুলিশ সুপার ও জেলা প্রশাসক চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেন এবং বিভিন্ন উৎসাহ, উদ্দিপনামূলক বক্তব্য প্রদান করেন।
এছাড়া জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন দপ্তরের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন কলেজের অধ্যক্ষ বৃন্দ উপস্থিত ছিলেন।