পঞ্চগড় জেলায় তেঁতুলিয়ায় উপজেলায় সাজাপ্রাপ্ত আসামী সহ ০৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
তেঁতুলিয়া থানা পুলিশের অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
০৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী ০৪ জন, ০২ মাসের সাজাপ্রাপ্ত আসামী ০১ জন এবং অন্যান্য গ্রেফতারি পরোয়ানা মূলে আরো ০২ জন সহ মোট ০৭ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ২৫ জুন রাতে অভিযান পরিচালনা করে মডেল পুলিশের এস আই তৈয়ব আলীর নেতৃত্বে এস আই তপন কুমার রায়, এএসআই মো: আসিফ ইকবাল, এএসআই মো: আব্দুল আলিম, সঙ্গীয় ফোর্সের সহায়তায় সিআর- ৬৩/২২ সংক্রান্তে ০৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী ০২ জন, সিআর-৬৯/২২ সংক্রান্তে ০৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী ০২ জন, জিআর-১০/১৭ মামলা সংক্রান্তে পরোয়ানা ভুক্ত আসামী ০১ জন এবং এনজিআর মামলা নং-২৪/২৪ সংক্রান্তে পরোয়ানা ভুক্ত আসামী ০১ জনকে মোট ০৭ জনকে গ্রেফতার করা হয়। অপরদিকে, এএসআই মো: ফারুক হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় সিআর- ০৪/২২ মামলার ০২ মাসের সাজাপ্রাপ্ত আসামী ৭। মো: নজরুল ইসলামকে দীর্ঘদিন পলাতক থাকাবস্থায় কুড়িগ্রাম জেলা হতে গ্রেফতার করেন। উল্লেখ্য যে, ২ জন সাজাপ্রাপ্ত আসামীর পরিবার থানায় রিকল জমা প্রদান করলে অফিসার ইনচার্জ স্যারকে অবগত করিয়া রিকল মূলে মুক্তি দেয়া হয়। অন্যান্য আসামীদের বিজ্ঞ আদালতে যথাযথ স্কটের মাধ্যমে প্রেরণ করা হয়েছে।